তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন গ্রেপ্তার!

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০২৪, ১৪:৩৯
অ- অ+

গ্রেপ্তার হলেন ভারতের তেলেগু সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন। শুক্রবার সকালে তাকে গ্রেপ্তার করেছে হায়দ্রাবাদ পুলিশ। এ ঘটনায় দক্ষিণ ভারত তোলপাড়। এরইমধ্যে সামাজিক মাধ্যমে নিন্দা জানিয়েছেন আল্লুর অসংখ্য ভক্ত। কিন্তু কেন গ্রেপ্তার হলেন অভিনেতা?

ভারতীয় মিডিয়ার খবর বলছে, ‘গত সপ্তাহে মুক্তি পেয়েছে আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় সিনেমা ‘পুষ্পা ২: দ্য রুল’। তার আগে বুধবার বেশ কিছু জায়গায় পেইড প্রিমিয়ারের আয়োজন করা হয়। সেখানেই স্বামী এবং সন্তানের সঙ্গে সিনেমা দেখতে যান এক মহিলা।

প্রতিবেদন বলছে, তখন সেই হলে আচমকাই গিয়ে হাজির হন সিনেমার নায়ক আল্লু অর্জুন। তাকে একবার দেখার নেশায় হুড়োহুড়ি পড়ে যায়। তাতেই পদপিষ্ট হয়ে মারা যান সেই মহিলা। তারপরই অভিযোগ দায়ের হয় আল্লুর নামে। ঘটনার ৮ দিন পর গ্রেপ্তার হলেন তিনি।

জানা যায়, শুক্রবার সকালে হায়দ্রাবাদের চিক্কড়পল্লি থানা থেকে জুবিলি হিলসে অবস্থিত আল্লু অর্জুনের বাড়ি যান পুলিশ কর্মীরা। সেখান থেকেই তাকে কাস্টডিতে নেওয়া হয়। এরপর তাকে থানায় নেওয়া হয়। আপাতত সেখানে আল্লুকে জিজ্ঞাসাবাদ করা হবে।

কী ঘটেছিল ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে?

গত ৪ ডিসেম্বর হায়দ্রাবাদের সন্ধ্যা সিনেমা হলে ছিল ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ার। তার জন্য এমনিতেই উপচে পড়েছিল ভিড়। তার মধ্যে আচমকাই সেখানে খোদ আল্লু অর্জুন গিয়ে হাজির হওয়ায় লেগে যায় হুড়োহুড়ি। নিমেষে পরিস্থিতি হাতের নাগালে চলে যায়।

সেই সময় সিনেমা হলে ছেলেকে নিয়ে ঢোকার চেষ্টা করছিলেন ওই মহিলা। তখনই পদপিষ্ট হয়ে মারা যান তিনি। তার ছেলেও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। এরপর খোদ আল্লু অর্জুন তো বটেই, সন্ধ্যা সিনেমা হলের বিরুদ্ধেও দায়ের করা হয় মামলা।

পুলিশ জানিয়েছে, আল্লু অর্জুন আগে থেকে খবর না দিয়ে আচমকাই সেখানে চলে যান। পুলিশও সেভাবে প্রস্তুত ছিল না, তাই সেই সময় হুড়োহুড়ি নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে দাঁড়ায় কর্মরত পুলিশদের পক্ষে।

ফলে নিহত নারীর পরিবারের পক্ষ থেকে গোটা ঘটনার জন্য আল্লু অর্জুনকে দায়ী করা হয়েছে। এমনকি তারা আর্থিক সহায়তা চেয়েছেন। এরপর তাদের অভিযোগের ভিত্তিতেই অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।

নিহত নারীর স্বামী ভাস্কর জানিয়েছেন, ‘আমাদের ছেলে শ্রী তেজা আল্লু অর্জুনের ভক্ত। ওর জন্যই আমরা সিনেমাটা দেখতে গিয়েছিলাম। সবাই আমাদের ছেলেকে ‘পুষ্পা’ বলে ডাকে। কিন্তু আমি আমার স্ত্রীর মৃত্যুটা মেনে নিতে পারছি না।’

ভাস্করের ছেলেকে ঘটনাস্থলেই সিআরআর দেওয়া হয়। তাতে তার জ্ঞান ফেরে। এরপর মা এবং ছেলে দুজনকেই দুর্গাবাই দেশমুখ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় রেবতী নামে ওই নারীর। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় ভর্তি রয়েছেন নিহতের ছেলে।

(ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রংপুরের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে রাজশাহী
নওগাঁয় দেখা নেই সূর্যের, বৃষ্টির মতো ঝরছে শিশির
‘মেসির সঙ্গে বিরোধ’ প্রসঙ্গে এবার নেইমারকে জবাব দিলেন এমবাপ্পে
হাসিনার পতন জুলাই-আগস্ট আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ নয়: ফারুক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা