গেইলকে ছাড়িয়ে বাবর আজমের বিশ্ব রেকর্ড

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০২৪, ১৩:৫৭
অ- অ+

স্বীকৃতি টি-টোয়েন্টির প্রায় সব রেকর্ডই ক্রিস গেইলের দখলে। তার একটি এবার নিজের করে নিলেন পাকিস্তানের বাবর আজম। স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্রুততম ১১ হাজার মাইলফলক ছুঁয়ে বিশ্বরেকর্ড করেছেন বাবর আজম।

গতকাল শুক্রবার সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে এ রেকর্ড করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।

প্রোটিয়াদের বিপক্ষে ২০ বলে ৩১ রানের ইনিংস খেলেন বাবর। এতেই ১১ হাজার রানের ম্যাজিক ফিগারে পৌঁছান ডানহাতি ব্যাটার। দুর্দান্ত মাইলফলকে পৌঁছাতে বাবরকে খেলতে হয়েছে ২৯৮ ইনিংস। এর আগে ৩১৪ ইনিংস খেলে ১১ হাজার রান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইল।

দ্বিতীয় পাকিস্তানি ক্রিকেটার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ১১ হাজার রান করেছেন বাবর। এর আগে এই মাইলফলক স্পর্শ করেছিলেন শোয়েব মালিক।

সব মিলিয়ে বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েন বাবর। সাবেক সতীর্থ শোয়েব ও ক্রিস গেইল ছাড়াও এই রেকর্ড করেছিলেন কাইরন পোলার্ড, অ্যালেক্স হেলস, বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নার, জস বাটলার, রোহিত শর্মা, অ্যারন ফিঞ্চ ও জেমস ভিন্স।

এর আগে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে দ্রুততম ৭ হাজার, ৯ হাজার ও ১০ হাজার মাইলফলকও স্পর্শ করেছিলেন বাবর।

৩১ রানের ইনিংস খেলে পাকিস্তানের ইতিহাসে সেরা ৫ ক্রিকেটারের তালিকায় জায়গা করে নিয়েছেন বাবর। পঞ্চম পাকিস্তানি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে ১৪ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি।

১৪ হাজারের মাইলফলক ছোঁয়া পাকিস্তানের ৫ ক্রিকেটার-

ইনজামাম-উল-হক: ৫৫১ ইনিংসে ২০,৫৪১ রান।

ইউনিস খান: ৪৯১ ইনিংসে ১৭,৭৯০ রান

মোহাম্মদ ইউসুফ: ৪৩২ ইনিংসে ১৭৩০০ রান

জাভেদ মিয়াঁদাদ: ৪০৭ ইনিংসে ১৬২১৩ রান

বাবর আজম: ৩৩৮ ইনিংসে ১৪০২৯ রান

(ঢাকাটাইমস/১৪ ডিসেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগামী পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, কোথা কোথাও ঝরবে ভারী বৃষ্টি
সিগারেটের প্যাকেটের দাম সর্বনিম্ন ৯০ টাকা করার দাবি ডর্‌প যুব ফোরামের
ইশরাককে মেয়র হিসেবে শপথ গ্রহণের দাবিতে নগরভবনে তালা
জামালপুরের মেলান্দহে সুইপার কলোনিতে আগুন, দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা