যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেই গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৮৪

মধপ্রাচ্যের কাতারে যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় নারী-শিশুসহ আরও ৮৪ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ মে) চিকিৎসকদের বরাতে দিয়ে এই তথ্য জানায় সংবাদমাধ্যম আলজাজিরা।
কাতারভিত্তিক সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, বুধবার ভোর থেকে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরসহ বেশ কিছু স্থানে ইসরায়েল হামলা চালায়। এতে অন্তত ৫০ জন মারা যায়।
এদিকে দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে হামলায় মারা যান ১০ জন। এছাড়া আরও কয়েকটি জায়গায় ইহুদি দেশটির হামলায় বেশ কিছু হতাহত ঘটনা ঘটে।
আলজাজিরার সংবাদে বলা হয়, জাবালিয়ায় উদ্ধারকর্মীরা বিদ্যুৎ না থাকায় মোবাইল ক্যামেরার আলো ব্যবহার করছেন। ধসে পড়া স্থাপনার ভেতর থেকে শিশুর লাশ উদ্ধার করতে দেখা গেছে।
উত্তর গাজা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার পরিকল্পনাকে সহজতর করার জন্যই এই হামলা। মধ্যগাজার দেইর এল-বালাহ থেকে আলজাজিরার তারেক আবু আযুম বলেন, ইসরায়েল পরিকল্পিতভাবে আবাসিক বাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে। উদ্দেশ্য সেখানকার বাসিন্দাদের এলাকা থেকে তাড়ানো।
সম্প্রতি ইসরায়েলি বোমাবর্ষণের এক সংক্ষিপ্ত বিরতির পর ইসরায়েলি-আমেরিকান জিম্মি এডান আলেকজান্ডারকে মুক্তি দেওয়া হয়। এরপর কাতার, মিশর ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীদের মাধ্যমে হামাসের সঙ্গে পরোক্ষ যুদ্ধবিরতি আলোচনার জন্য ইসরায়েলি প্রতিনিধিদল দোহায় অবস্থান করছেন। এ অবস্থাতেই এই হামলা চালাচ্ছে ইসরায়েল।
যুদ্ধ বিরতি আলেঅচনা চললেও ইসরায়েল গাজায় সামরিক অভিযান বন্ধ করবে না বলে মঙ্গলবার আবারও জানিয়ে দেন ইহুদি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বিভিন্ন মাধ্যমের তথ্য বলছে, ইসরায়েলি হামলায় গাজার বেশির ভাগ স্থান ধ্বংস হয়ে গেছে। ৯০ শতাংশেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৫২ হাজার ৯০৮ জন নিহত হয়েছেন।
(ঢাকাটাইমস/১৫মে/মোআ)

মন্তব্য করুন