রাতে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে অবরোধ নার্সিং শিক্ষার্থীদের

ডিপ্লোমাকে ডিগ্রি সমমান করার দাবিতে ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে গত রাতে (বুধবার দিবাগত) দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
রাত সাড়ে নয়টা থেকে প্রায় ১১টা পর্যন্ত দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনের সড়কে অবস্থান করেন তারা। ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটির ব্যানারে এই অবস্থানে কর্মসূচিতে শ দুয়েক শিক্ষার্থী অংশ নেন।
সেখানে অবস্থানের সময় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় রাস্তায় দুই পাশে আটকা পড়ে শতাধিক গাড়ি।
রাত ১১টার দিকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল করতে করতে সড়ক ছেড়ে যান।
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় গতকাল ঢাকার শাহবাগ অবরোধ করেন তারা। প্রায় ছয় ঘণ্টা সেখানে অবস্থান করেন তারা।
শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে বলে তাদের অভিযোগ। এই ঘটনার বিচার ও দাবি বাস্তবায়নের জন্য দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
(ঢাকাটাইমস/১৫মে/মোআ)

মন্তব্য করুন