কাকরাইল মোড়ে বাসের পর বাসে আসছেন জবি শিক্ষার্থীরা, চলছে অবস্থান

জবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ মে ২০২৫, ১৩:৩৮| আপডেট : ১৫ মে ২০২৫, ১৩:৪৫
অ- অ+

দ্বিতীয় দিনের মতো তিন দফা দাবিতে রাজধানীর কাকরাইল মোড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের আন্দোলন চলছে।

বৃহস্পতিবার সকাল থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাস ও ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে বাসে করে কাকরাইলে এসে আন্দোলনে যোগ দিচ্ছেন।

সরজমিনে দেখা যায়, নির্দিষ্ট সময় পরপর জবির বাস কাকরাইলে এসে পৌঁছাচ্ছে। বাস থেকে নেমে শিক্ষার্থীরা সরাসরি অবস্থান কর্মসূচিতে অংশ নিচ্ছেন। নতুন করে আগতদের স্বাগত জানাতে অন্যরা দিচ্ছেন উল্লাসধ্বনি। আন্দোলনকারীদের কেউ কেউ রাস্তায় কাগজ বা কাপড় বিছিয়ে শুয়ে আছেন। কেউ বা বসে বা হেলান দিয়ে বিশ্রাম করছেন।

এসময় আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘চুপ কেন যমুনা, খালি হাতে ফিরবো না’ এমন নানা স্লোগানও দিচ্ছেন তারা।

শিক্ষার্থীদের এই অবস্থানের কারণে সড়কে যানচলাচল বন্ধ হয়ে রয়েছে। শিক্ষার্থীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।

আন্দোলনরত এক শিক্ষার্থী মাসুদ রানা বলেন, ‘আমরা আজও মাঠে নেমেছি। তারা শুধু শিক্ষার্থীদের না, আমাদের শিক্ষকদেরও মেরেছে। জুলাই আন্দোলনের পরেও যদি পুলিশের আচরণ এমন হয়, তাহলে আমরা কীভাবে আশ্বস্ত হব যে আমাদের কথা শোনা হচ্ছে? আমরা শান্তিপূর্ণভাবে অধিকার আদায়ে নেমেছি, আর আমাদের জবাব দেওয়া হয়েছে লাঠিচার্জ করে। এটা আমরা মেনে নেব না।’

আরেক শিক্ষার্থী তাহসিনা মাহমুদ বলেন, ‘আমাদের আন্দোলন শান্তিপূর্ণ, কিন্তু আমাদের ওপর হামলা হয়েছে। আমরা অন্যায় মানি না, এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানেই থাকব।’

বুধবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লংমার্চ শুরু করেন। দুপুরে কাকরাইলে পৌঁছালে তারা পুলিশের বাধার মুখে পড়েন। পুলিশ টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। সেখান থেকেই শিক্ষার্থীরা কাকরাইল মোড়ে অবস্থান নেন এবং আজ দ্বিতীয় দিনেও তারা সেই অবস্থান অব্যাহত রেখেছেন।

এই অবস্থানের কারণে কাকরাইল ও আশপাশের সড়কে যান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। শিক্ষার্থীরা জানিয়েছেন, তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। তাদের তিন দফা দাবি হলো—

১. আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জবির ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে।

২. জবির ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাঁটছাট না করেই অনুমোদন করতে হবে।

৩. জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে।

(ঢাকা টাইমস/১৫মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ববির নবনিযুক্ত উপাচার্যের যোগদান
ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ-উত্তোলন-বিক্রয় নিষিদ্ধ 
গত ৮ মাসে পাচার হয়েছে ৯০ হাজার কোটি টাকা: মির্জা আব্বাস
গণমাধ্যমের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই: তথ্য উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা