মির্জাপুরে ইমন হত্যা মামলায় আ.লীগ নেতা পিন্টু তালুকদার গ্রেফতার

টাঙ্গাইলের মির্জাপুরে কলেজ ছাত্র ইমন হত্যা মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিন্টু তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার গল্লী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
তাকে আদালতের মাধমে কারাগারে পাঠানো হয় বলে বুধবার রাতে পুলিশ জানায়। বানাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিন্টু তালুকদার গল্লী গ্রামের আব্দুল বাছেদ তালুকদারের ছেলে।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট গোড়াই হাইওয়ে থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় গুলিতে কলেজ ছাত্র ইমন নিহত হয়। এ ঘটনায় ইমনের বড় ভাই সুমন বাদী হয়ে সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু ও সাবেক ৭ সংসদ সদস্যসহ ১৫৭ জনের নাম উল্লেখসহ ৪০০-৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মির্জাপুর থানায় হত্যা মামলা করেন।
মির্জাপুর থানার মামলা নং ৯ তাং ২২/০৮/২০২৪। এ হত্যা মামলার ৯৭ নাম্বার এজাহারভুক্ত আসামি হিসেবে পিন্টু তালুকদারকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ ।
মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ রাশেদুল ইসলাম জানান, আদালতের মাধ্যমে তাকে টাঙ্গাইল জেল হাজতে পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/১৫মে/মোআ)

মন্তব্য করুন