ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দৃষ্টিনন্দন-পরিবেশবান্ধব বৈদ্যুতিক শাটল গাড়ির যাত্রা শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিলো তাদের চলাচলের জন্য শাটল সার্ভিস। দৃষ্টিনন্দন-পরিবেশবান্ধব ইলেকট্রনিক ভেহিকেল চালুর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ক্ষুদ্র পরিসরে হলেও চক্রাকারে শাটল চালু হয়েছে। গ্রিন ফিউচার ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের জন্য ৪টি শাটল ক্যাম্পাসে ১২ মে থেকে পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করেছে । প্রতিদিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত এ সেবা চালু থাকবে।
বর্তমানে শিক্ষার্থীদের জন্য চারটি এবং প্রক্টরিয়াল টিমের জন্য একটি ও গ্রিন ফিউচার ফাউন্ডেশনের মেম্বারদের জন্য একটি গাড়ি রয়েছে। ক্যাম্পাস শাটলে যাত্রার ভাড়া হবে সর্বোচ্চ ২০ ও সর্বনিম্ন ১০ টাকা। এ ভাড়ায় শিক্ষার্থীরা ক্যাম্পাসের অভ্যন্তরে চলাচল করতে পারবেন। প্রতিটি শাটলে ১৪ জন করে বসতে পারবেন।
প্রতিটি গাড়িতে গ্রিন ফিউচার ফাউন্ডেশন বাংলাদেশের একজন করে স্বেচ্ছাসেবক (ঢাবি শিক্ষার্থী) থাকবেন এবং ভাড়া সংগ্রহ করবেন। কুয়েত মৈত্রী হল ও তৎসংলগ্ন হলের শিক্ষার্থীরা এ সেবার আওতায় থাকবেন।
সাধারণত ক্যাম্পাসে রিকশা দিয়ে যাতায়াত করতে হয়, যা ব্যয়বহুল এবং যানজট সৃষ্টি করে। সে তুলনায় বৈদ্যুতিক শাটল গাড়ির ভাড়া তুলনামূলক কম এবং বেশি সংখ্যক যাত্রী বহনে সক্ষম হওয়ায় যানজট নিয়ন্ত্রণে সহায়ক। যদিও গত নভেম্বর থেকে তিনটি নন-এসি মিনিবাস চালু করে প্রশাসন। তবে সেগুলোর তুলনায় বৈদ্যুতিক শাটল গাড়িগুলোতে যাতায়াত করতেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন শিক্ষার্থীরা। তারা বৈদ্যুতিক গাড়ির সংখ্যা পর্যাপ্ত বাড়ানোর দাবিও করেছেন।
(ঢাকাটাইমস/১৫ মে/আরজেড)

মন্তব্য করুন