তোপের মুখে সিদ্ধান্ত বদল, ৫ দিন আগেই সাতক্ষীরার হিমসাগর বাজারে

সাতক্ষীরার কৃষক ও ব্যবসায়ীদের দাবির মুখে অবশেষে নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হলো জেলা প্রশাসন। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী হিমসাগর আম সংগ্রহ শুরুর দিন ছিল ২০ মে, তবে তীব্র দাবদাহ ও আগাম পাকার কারণে নতুন সিদ্ধান্ত অনুযায়ী আজ ১৫ মে থেকেই গাছ থেকে এই আম সংগ্রহ করা যাবে।
এর ফলে বৃহস্পতিবার (১৫ মে) থেকে হিমসাগর আম পাড়ার আনুষ্ঠানিক অনুমতি মিলেছে।
মূলত, তীব্র গরমে হিমসাগর আম স্বাভাবিক সময়ের আগেই পাকতে শুরু করে। সময়মতো আম সংগ্রহে অনুমতি না থাকায় অনেক গাছে আম ঝরে পড়তে থাকে। ফলে ক্ষতির আশঙ্কায় চাষিরা প্রশাসনের পূর্বনির্ধারিত সময়সূচি উপেক্ষা করে আম পাড়া শুরু করেন।
সাতক্ষীরার বিভিন্ন বাজার ইতোমধ্যে হিমসাগর আমে সয়লাব। শহরের সুলতানপুর বাজারে প্রতিমণ হিমসাগর আম বিক্রি হচ্ছে ১৮০০ থেকে ২২০০ টাকায়। অথচ কয়েকদিন আগে পাড়া গেলে একই আম ৩২০০ থেকে ৩৫০০ টাকায় বিক্রি করা যেত বলে দাবি চাষিদের।
চাষিরা অভিযোগ করেছেন, প্রশাসনের নির্ধারিত সময়সূচি বাস্তব পরিস্থিতির সঙ্গে মেলেনি। ফলে সময়মতো বাজারজাত করতে না পাড়ায় তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ব্যবসায়ী ও চাষিদের এই যৌথ চাপের পরিপ্রেক্ষিতেই জেলা প্রশাসন অবশেষে সময়সূচি সংশোধন করে ১৫ মে থেকে হিমসাগর আম সংগ্রহের অনুমতি দেয়।
এছাড়া নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ল্যাংড়া আম পাড়া শুরু হবে ২৫ মে থেকে।
(ঢাকা টাইমস/১৫মে/এসএ)

মন্তব্য করুন