নোয়াখালীতে বন্দুকসহ মাদক কারবারি আটক 

নোয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ মে ২০২৫, ১৩:৫৬| আপডেট : ১৫ মে ২০২৫, ১৪:০৮
অ- অ+

নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এই সময় বন্দুকসহ আরিফ (২৬) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নোয়ান্নই ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আরিফ ওই এলাকার মিলন মিয়ার ছেলে। তিনি এলাকার চিহ্নিত মাদক কারবারি ও সন্ত্রাসী বলে জানিয়েছে যৌথ বাহিনী।

অভিযান সূত্রে জানা গেছে, দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন ও মাদক নির্মূলে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে যৌথ বাহিনীর সদস্যরা। সকালে গোপন সংবাদের ভিত্তিতে নোয়ান্নই ইউনিয়নে অভিযান চালিয়ে মাদক কারবারি আরিফকে আটক করা হয়। এসময় তার হেফাজত থেকে একটি বন্দুক জব্দ করা হয়েছে। পরর্বতীতে তাকে সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, সন্ত্রাসী আরিফের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।

(ঢাকা টাইমস/১৫মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ববির নবনিযুক্ত উপাচার্যের যোগদান
ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ-উত্তোলন-বিক্রয় নিষিদ্ধ 
গত ৮ মাসে পাচার হয়েছে ৯০ হাজার কোটি টাকা: মির্জা আব্বাস
গণমাধ্যমের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই: তথ্য উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা