ঘাটাইলে ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ মে ২০২৫, ১৯:০২
অ- অ+

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় মো. মিজানুর রহমান (৩৫) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার দেউলাবাড়ি নামক স্থানে দুর্ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান ধনবাড়ি উপজেলার কলহকুড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নিহত মিজানুর রহমান সর্বশেষ এনটিআরসিএ (বেসরকারি টিচার্চ প্রত্যয়ণ কর্তৃপক্ষ) কর্তৃক ধমীয় শিক্ষক হিসাবে নিয়োগপ্রাপ্ত হন ধলাপাড়া ওই বিদ্যালয়ে। গত ডিসেম্বরে উপজেলার রতনবরিষ গ্রামের মোশারফ হোসেনর মেয়ে মরিয়ম বেগম এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। নিজ গ্রামের বাড়ি অনেক দূরত্ব থাকায় শ্বশুরবাড়ি থেকেই তিনি মোটরসাইকেলে বিদ্যালয়ে যাতায়াত করেন। প্রতি দিনের ন্যায় বৃহস্পতিবার সকালে মোটরসাইকেল নিয়ে বিদ্যালয়ের উদ্দেশে বাড়ি থেকে রওনার পথে দেউলাবাড়ি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

ধলাপাড়া এস.ইউ.পি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুসলিম উদ্দিন জানান, তিনি একজন ভালো মানুষ ও দক্ষ শিক্ষক ছিলেন ।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকা টাইমস/১৫মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: মোটরসাইকেল ও অফিস ভাঙচুর, হাসপাতালে ভর্তি ৫
বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক 
অভ্যুত্থানের পর সরকারের কর্তব্য ছিল শিক্ষাখাতের সংস্কারে মনোযোগ দেওয়া: সাকি
৫ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা