রাঙামাটিতে ট্রাক্টর উল্টে প্রাণ গেল ৩ শ্রমিকের

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় মালবাহী ট্রাক্টর উল্টে তিনজন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তবে হতাহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।
বৃহস্পতিবার বিকালে উপজেলার আর্যপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আকতার জানান, সীমান্ত সড়কের মালামাল নিয়ে যাওয়ার পথে উপজেলার আর্যপুর নামক স্থানে মালবাহী ট্রাক্টর উল্টে ঘটনাস্থলে তিন নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। তাদের নাম-ঠিকানা এখনো জানা যায়নি।
এ বিষয়ে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, উপজেলার আর্যপুর এলাকায় একটি মালবাহী গাড়ি উল্টে হতাহতের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে এবং মরদেহ উদ্ধারে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা কাজ করছেন।
মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
(ঢাকা টাইমস/১৫মে/এসএ)

মন্তব্য করুন