সাম্য হত্যার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি 

জাবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ মে ২০২৫, ১৯:৩৫| আপডেট : ১৫ মে ২০২৫, ১৯:৩৬
অ- অ+

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে কালো ব্যাজ ধারণ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে ছাত্রদলের নেতাকর্মীরা হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ এবং নিরাপদ শিক্ষাঙ্গনের দাবি জানান।

মানববন্ধনে শাখা ছাত্রদলের সদস্যসচিব ওয়াসিম আহমেদ অনীকের সঞ্চালনায় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা বক্তব্য দেন।

এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য তানজিলা বৈশাখী বলেন, আওয়ামী আমলে ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী নির্মমভাবে হত্যার শিকার হয়েছেন, কিন্তু আজ পর্যন্ত কোনো হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হয়নি। এমনকি সাম্প্রতিক গণঅভ্যুত্থানের পরেও ছাত্রদলের নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে, অথচ বিচারের কোনো কার্যকর প্রক্রিয়া দেখা যাচ্ছে না।

তিনি বলেন, সাম্য হত্যার পর একটি বিশেষ গোষ্ঠী যে ঘৃণ্য ও কুৎসিত আচরণ করেছে, আমি তার তীব্র প্রতিবাদ জানাই। আমরা সাম্য হত্যার বিচার চাই—সুষ্ঠু, নিরপেক্ষ ও দৃষ্টান্তমূলক বিচার।

(ঢাকা টাইমস/১৫মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: মোটরসাইকেল ও অফিস ভাঙচুর, হাসপাতালে ভর্তি ৫
বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক 
অভ্যুত্থানের পর সরকারের কর্তব্য ছিল শিক্ষাখাতের সংস্কারে মনোযোগ দেওয়া: সাকি
৫ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা