জামালপুরের মেলান্দহে সুইপার কলোনিতে আগুন, দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু 

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ মে ২০২৫, ১৪:০৭| আপডেট : ১৫ মে ২০২৫, ১৪:১৯
অ- অ+

জামালপুরের মেলান্দহে সুইপার কলোনিতে আগুন লেগে দুটি বসতঘর পুড়ে গেছে। এসময় একটি ঘরে থাকা অজুফা বেগম (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে মেলান্দহ পৌরসভার নাথপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

স্থানীয়রা জানান, রাতে অজুফা ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে ছিলেন। ভোর রাত ৪টার দিকে তার ঘরে আগুন লাগে। এতে তার ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। বাড়ির আশপাশের লোকজন আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘরের ভেতরে অজুফাকে পুড়ে যাওয়া অবস্থায় দেখতে পেয়ে মরদেহ উদ্ধার করে।

মেলান্দহ ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করি ও দগ্ধ মরদেহটি উদ্ধার করি। ধারণা করা হচ্ছে কুপিবাতি থেকে আগুন লাগতে পারে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘরে আগুন লাগার পর অজুফা নামে বৃদ্ধ মহিলা বের হতে না পারায় অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন।

(ঢাকা টাইমস/১৫মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২৫ বছর পর পাকিস্তানে কার্যক্রম বন্ধ করল মাইক্রোসফট
২ ঘণ্টা পর রানওয়ে থেকে সরানো হলো সেই বিমান 
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, আহত ১০
মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা, ৬ জনকে আটক করেছে র‍্যাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা