কলাবাগানে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ মে ২০২৫, ১৩:৪৯| আপডেট : ১৫ মে ২০২৫, ১৪:২৮
অ- অ+

রাজধানীর কলাবাগান ফ্রি স্কুল স্ট্রীট এলাকার একটি আবাসিক ভবন থেকে ৪০ কেজি গাঁজাসহ রকি এলেক্স কাল্লু (২৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোর সোয়া ৫টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের নিউমার্কেট জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) তারিক লতিফ।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর কলাবাগান থানার ফ্রি স্কুল স্ট্রীট সড়কের একটি বাসার দ্বিতীয় তলায় মাদক থাকার তথ্য পেয়ে অভিযান চালায় পুলিশ।

পুলিশের উপস্থিতি টের পেয়ে বাসাটির দুই বাসিন্দা পালিয়ে গেলেও কাল্লুকে গ্রেপ্তার করা হয়।

এসি আরও জানান, গ্রেপ্তারকৃত কাল্লুর দেওয়া তথ্যের ভিত্তিতে বাসাটির রুম থেকে ৪টি সাদা রঙের প্লাস্টিক বস্তায় মোট ২০ প্যাকেট (প্রতি বস্তায় ৫টি করে) গাঁজা পাওয়া যায়, যার প্রতিটি প্যাকেটের ওজন ২ কেজি করে সর্বমোট ৪০ কেজি।

গ্রেপ্তারকৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, তারা দীর্ঘদিন ধরে গাঁজা সংগ্রহ ও বিক্রয় করে আসছে। এছাড়া পালিয়ে যাওয়া অপর দুই আসামি হলেন মো. আকাশ (২৬) ও তমালিকা আক্তার ঊর্মি (২০)। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। পালিয়ে যাওয়া আকাশ চিহ্নিত পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামি ও পালিয়ে যাওয়াদের বিরুদ্ধে কলাবাগান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৫মে/এলএম/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ববির নবনিযুক্ত উপাচার্যের যোগদান
ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ-উত্তোলন-বিক্রয় নিষিদ্ধ 
গত ৮ মাসে পাচার হয়েছে ৯০ হাজার কোটি টাকা: মির্জা আব্বাস
গণমাধ্যমের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই: তথ্য উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা