ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি মাহমুদুল অঞ্জন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
প্রকাশিত : ১৩ মে ২০২৫, ১৪:০৪| আপডেট : ১৩ মে ২০২৫, ১৪:১৩

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর ইউনিটের সহ-সভাপতি মাহমুদুল হাসান অঞ্জনকে (২৭) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে ডিবির গুলশান বিভাগের একটি দল রাজধানীর যাত্রাবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
মঙ্গলবার ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সুনির্দিষ্ট মামলার ভিত্তিতে গতরাতে ডিবির গুলশান বিভাগের সদস্যরা তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
(ঢাকাটাইমস/১৩মে/এলএম/এসএ)

মন্তব্য করুন