সাবেক মেয়র তাপসের বিশেষ প্রতিনিধি কামাল হায়দার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ মে ২০২৫, ১২:৫৭| আপডেট : ১৫ মে ২০২৫, ১৪:০৬
অ- অ+

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ফজলে নুর তাপসের বিশেষ প্রতিনিধি এস এম কামাল হায়দারকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার ভোররাতে রাজধানীর একটি এলাকা থেকে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করে।

এদিন দুপুরে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট ধানমন্ডির ৩/১ লেকপাড়ে অবস্থিত পাতাম রেস্টুরেন্টের সামনে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে আব্দুল্লাহ সিদ্দিক নামে এক আন্দোলনকারী নিহত হন। ওই ঘটনায় ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা হয় (মামলা নম্বর: ৭(৯)২৪), যার তদন্তভার নেয় সিআইডি।

তদন্তে সিসিটিভি ফুটেজ, সাক্ষ্য ও অন্যান্য আলামত পর্যালোচনা করে অভিযুক্ত এস এম কামাল হায়দারের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়া যায়। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে আজ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।

সিআইডি জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। পাশাপাশি এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য তদন্ত অব্যাহত রয়েছে।

(ঢাকাটাইমস/১৫মে/এলএম/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রধান বিচারপতির বাসভবনসহ ৯ স্থানে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা ডিএমপির
বাংলাদেশ-মিয়ানমার করিডোর: অর্থনৈতিক সম্ভাবনা ও ভূ-রাজনৈতিক বাস্তবতা
সোনালী ব্যাংকে প্রধান কার্যালয়ে ৫টি নতুন বিভাগ চালু 
খুলনায় শিক্ষককে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা