চার ঘণ্টা পরই জামিনে মুক্ত আল্লু অর্জুন

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০২৪, ২০:৩০| আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ২১:৩৭
অ- অ+

গ্রেপ্তারের চার ঘন্টার পরই জামিনে মুক্তি পেয়েছেন ভারতের তেলেগু সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন।

শুক্রবার বিকালে তেলঙ্গানা হাইকোর্টের বিচারপতি জে শ্রীদেবী ৫০ হাজার টাকার বন্ডে আল্লুর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার সকালে আল্লুকে গ্রেপ্তার করে হায়দ্রাবাদ পুলিশ। পরে হায়দ্রাবাদের নিম্ন আদালত ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। গ্রেপ্তারকে চ্যালেঞ্জ জানিয়ে এফআইআর খারিজের আবেদন নিয়ে হাইকোর্টে আবেদন করেন অভিনেতা।

প্রসঙ্গত, বর্তমানে রমরমিয়ে চলছে আল্লু অর্জুনের ছবি পুষ্পা-২। এই ছবির প্রিমিয়ারই হয়েছিল কাল।

গত ৪ ডিসেম্বর হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে আয়োজন করা হয়েছিল ‘পুষ্পা ২’ এর বিশেষ প্রিমিয়ারের। যেখানে উপস্থিত হয়েছিলেন হাজার হাজার মানুষ। ভিড় এতটাই যে পুলিশকে ভিড় সামাল দিতে মৃদু লাঠিচার্জও করতে হয়েছিল। সেখানেই স্বামী এবং সন্তানের সঙ্গে সিনেমা দেখতে যান এক নারী। তখন সেই থিয়েটারে আচমকাই হাজির হন সিনেমার নায়ক আল্লু অর্জুন। তাকে একবার দেখার নেশায় হুড়োহুড়ি পড়ে যায়। তাতেই পদপিষ্ট হয়ে মারা যান সেই নারী।

এ ঘটনায় অভিযোগ দায়ের হয় আল্লুর নামে। যদিও বিষয়টা থেকে বিন্দুমাত্র নিজেকে সরিয়ে রাখতে চাননি অভিনেতা। তিনি সমবেদনা প্রকাশ করে ও নারীর পরিবারের সঙ্গে কথাও বলেছেন। এছাড়া নিহতের পরিবারকে ২৫ লাখ রুপি আর্থিক সাহায্য ঘোষণা করেছিলেন তিনি। তারপরও ঘটনার আট দিনের মাথায় বাড়ি থেকে অভিনেতাকে গ্রেপ্তার করে হায়দ্রাবাদ পুলিশ।

(ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৯ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চালু
সাহস বটে ওলিওর! পালিয়ে থেকেও দখলে নিলেন শতকোটির সম্পত্তি
খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপনের বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানো যায়নি, ফিরছেন বাসায়
প্রথম বিভাগের ক্রিকেটারদের সঙ্গে বিসিবি সভাপতির আলোচনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা