আজও ‘খুব অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস, কুয়েত সিটি ও বাগদাদে ‘বিপজ্জনক’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৯:০২| আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৯:০৩
অ- অ+

বরাবরের মতো আজ রবিবারও ‘খুব অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস। বিশ্বের দূষিত বায়ুর শহরে তালিকায় এদিন সকাল ৮টা ৪৫ মিনিটে শহরটির অবস্থান ছিল তৃতীয়, স্কোর ২৮৩। এর আগে সকাল ৮টা ২২ মিনিটে স্কোর ছিল ২৭৯, অবস্থান একই।

বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্সে এ তথ্য পাওয়া গেছে।

সূচকে এখন প্রথম ও দ্বিতীয় অবস্থানে থাকা কুয়েত সিটি ও ইরাকের বাগদাদের বায়ুমান ‘বিপজ্জনক’ পর্যায়ে রয়েছে। এর মধ্যে কুয়েত সিটির স্কোর ৬৫৯ এবং বাগদাদের স্কোর ৬০০।

তালিকায় এখন ২৬৫ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। পঞ্চম স্থানে রয়েছে ভারতের দিল্লি, যার স্কোর ২১৯; ষষ্ঠ স্থানে রয়েছে কাতারের দোহা, স্কোর ১৯১; সপ্তম স্থানে আফগানিস্তানের কাবুল, স্কোর ১৮৯; অষ্টম উজবেকিস্তানের তাসখন্দ, স্কোর ১৮৭; নবম নেপালের কাঠমান্ডু, স্কোর ১৭১; দশম মঙ্গোলিয়ার উলানবাটর, স্কোর ১৭১।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার প্রতিদিনই বায়ুদূষণের তালিকা প্রকাশ করে। একিউআই স্কোরের মাধ্যমে এর মান পর্যবেক্ষণ করা হয়।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয়, ১০১ থেকে ১৫০ স্কোর হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০০-এর বেশি হলে তা বিপজ্জনক বলে ধরা হয়।

(ঢাকাটাইমস/১৫ডিসেম্বর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আমাদের মধ্যে মতানৈক্য দেশটাকে খেয়ে ফেলবে: মির্জা আব্বাস 
নৌপথে অসুস্থ শিশুকে দ্রুত চিকিৎসা সহায়তা কোস্টগার্ডের
পরকীয়ার জেরে পুলিশ সদস্য স্বামীকে হত্যা: স্ত্রীসহ ছয়জনকে গ্রেপ্তার করল যাত্রাবাড়ী থানা পুলিশ
প্রাণঘাতী গুলি না ব্যবহারের অনুরোধ সায়ানের, পুলিশের কাউন্সিলিংয়ের পরামর্শ নিপুনের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা