উত্তরায় বজ্রপাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর উত্তরায় বজ্রপাতের আঘাতে রাকিবুল হাসান খান রাফি (২৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এছাড়াও এই ঘটনায় আরও চারজন আহত হয়েছে। আহতদের উত্তরার আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে উত্তরার তুরাগ নদীর আশপাশে এ ঘটনা ঘটেছে।
নিহত রাফি রাজধানীর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) সিভিল ডিপার্টমেন্টের ২২১ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বয়রা নিয়ামতপুর গ্রামে। বাবা মো. রফিকুল ইসলাম খান।
রাফির ফুফাতো ভাই শ্রাবণ গণমাধ্যমকে জানান, দুপুরের দিকে টঙ্গীর ইজতেমা মাঠে কয়েকজন মিলে ক্রিকেট খেলতে যায়। বৃষ্টি শুরু হলে খেলা থামিয়ে ফেরার পথে তারা বজ্রপাতের শিকার হন। ঘটনাস্থলেই রাফির মৃত্যু হয়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ থানার হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
(ঢাকাটাইমস/০১মে/এমআর)

মন্তব্য করুন