ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল, জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ মে ২০২৫, ১৯:৫২| আপডেট : ০১ মে ২০২৫, ২০:০০
অ- অ+

স্মরণকালের ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল। বিশেষ করে ইসরায়েল অধিকৃত জেরুজালেমের কাছে দ্রুত ছড়িয়ে পড়েছে দাবানলের আগুন। এতে গত ২৪ ঘন্টার মধ্যে সেখানকার হাজার হাজার বাসিন্দাকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এই পরিস্থিতিকে ‘জাতীয় জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। একই সঙ্গে আগুন নেভানোর জন্য আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়েছে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রশাসন।

সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং ছবিতে দেখা গেছে, জেরুজালেম থেকে তেল আবিব পর্যন্ত প্রধান রুট ১-এ অবস্থিত মহাসড়কের দুপাশে আগুন জ্বলছে, আশেপাশের পাহাড়ের চূড়ায় ঘন ধোঁয়া উড়ছে। অনেকে তাদের গাড়ি ফেলেই আগুন থেকে পালিয়ে যেতে দেখা গেছে।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, দাবানলে প্রায় ৩ হাজার একরের বেশি জমি পুড়ে গেছে। এখন পর্যন্ত কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন, তবে কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। ১৬০ টিরও বেশি উদ্ধার ও দমকল দল আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছে। কয়েক ডজন বিমান এবং হেলিকপ্টার আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এছাড়াও দেশটির সামরিক বাহিনীও অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তা করছে। তবে শুষ্ক আবহাওয়া এবং তীব্র বাতাসের কারণে পরিস্থিতি জটিল হচ্ছে।

ইসরায়েলি ফায়ার সার্ভিস এক বিবৃতিতে এই দাবানলকে ইসরায়েলের ‘এখন পর্যন্ত সবচেয়ে বড়’ দাবানল অগ্নিকাণ্ড বলে অভিহিত করেছে।

জেরুজালেমের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের কমান্ডার শমুলিক ফ্রিডম্যান বলেন, জেরুজালেম পাহাড়ে আগুন লাগার ঘটনাটি এই দেশে এখন পর্যন্ত সবচেয়ে বড় দাবানল। আমাদের কার্যক্রম সম্পর্কে বলতে গেলে, এটি অনেক দিন ধরে চলবে এবং আমরা এটি নিয়ন্ত্রণ থেকে অনেক দূরে।

তিনি সর্তক করে আরও বলেন, আগুন আরও ভয়াবহ হয়ে উঠতে পারে কারণ বাতাসের গতিবেগ বৃদ্ধি পাবে এবং ঘন্টায় ৯০-১০০ কিলোমিটার (৫৬-৬২ মাইল) পর্যন্ত পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

বিশ্বব্যাপী সহায়তার আবেদন

ভয়াবহ দাবানল মোকাবেলায় বুধবার আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়েছে ইসরায়েল। এর কিছুক্ষণ পরেই, ইউক্রেন জানায় যে তারা দাবানল নিয়ন্ত্রণে সাহায্য করার জন্য একটি বিমান পাঠাবে। এছাড়া স্পেন, ফ্রান্স, রোমানিয়া, ক্রোয়েশিয়া এবং ইতালিও বিমান পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে।

(ঢাকাটাইমস/০১মে/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
মনোহরদীতে এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় সিলিং ফ্যান, নলকূপ ও খাদ্যসামগ্রী বিতরণ
নির্বাচন নিয়ে কোনো তালবাহানা জনগণ মানবে না: টুকু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা