ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ জুন ২০২৫, ২৩:২০
অ- অ+

নতুন করে ইসরায়েল ভূখণ্ডে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রবিবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। তবে এই হামলায় ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি সংবাদমাধ্যমটি।

এদিকে ইরান থেকে নতুন ক্ষেপণাস্ত্র হামলার খবর জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীও।

বিবৃতিতে বলা হয়, কিছুক্ষণ আগে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। নাগরিকদের সুরক্ষিত এলাকায় প্রবেশ করতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে থাকতে নির্দেশনা দেয়া হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিরে খবরে বলা হয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশজুড়ে বেশ কয়েকটি এলাকায় সতর্কতা সাইরেন বেজে উঠেছে। হামলা প্রতিহত করতে ও প্রয়োজনে পাল্টা হামলার জন্য তাদের বিমানবাহিনী অভিযান শুরু করেছে।

এর আগে শনিবার রাতে ইসরায়েলের বিভিন্ন শহরে শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে জায়নবাদীদের বিভিন্ন সামরিক ও জ্বালানি স্থাপনায় হামলা চালায় তেহরান। এতে বহু ইসরায়েলি হতাহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে হামলায় ১১ জন নিহত এবং দুই শতাধিক ইসরায়েলি আহত হয়েছে। তবে ইরানের গণমাধ্যমের দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ২০০ জনের বেশি ইসরায়েলি নিহত হয়েছে। দ্বিতীয় ধাপে শনিবার রাত এবং রবিবার ভোরে চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এ হতাহত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

(ঢাকা টাইমস/১৫জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হবিগঞ্জে সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ আগুন, ১০ গাড়ি ভস্মীভূত
ঢাকাসহ ৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
গাজা দখলে ইসরায়েলি হামলায় আরও ৮১ ফিলিস্তিনি নিহত
ওজন কমানো থেকে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে প্রাকৃতিক ওষুধ পেয়ারা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা