চঞ্চলকে নিয়ে ভারতীয় মিডিয়ায় ভুয়া খবর, মুখ খুললেন অভিনেতা

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০২৪, ১৬:০৫
অ- অ+

ভারতের একাধিক মিডিয়ায় তাকে নিয়ে প্রকাশিত প্রতিবেদন নিয়ে মুখ খুললেন বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী। তিনি বললেন, যা খবর ছাপানো হয়েছে, তা একেবারেই মিথ্যা।

চঞ্চল চৌধুরী নাকি বাংলাদেশে গৃহবন্দি অবস্থায় আছেন। বুধবার কলকাতার দৈনিক সংবাদ প্রতিদিনের ‘এক্সক্লুসিভ’ প্রতিবেদনে এমন প্রতিবেদন ছাপা হয়। এরপর একে একে হিন্দুস্তান টাইমস, নিউজ ১৮’সহ দেশটির একাধিক মিডিয়া একই খবর প্রচার করে।

একটি প্রতিবেদনে বলা হয়, ১৭ দিন আগে ঢাকা থেকে নিউইয়র্ক যাচ্ছিলেন চঞ্চল চৌধুরী। দুবাই হয়ে নিউইয়র্ক যাওয়ার কথা ছিল তার।

কিন্তু বিমান ছাড়ার কিছুক্ষণ আগে কয়েকজন বিএনপি নেতা ও সেনা সদস্যরা বিমানে উঠে চঞ্চলের কাছে জানতে চান, তিনিও কি শেখ হাসিনার মতো দেশ ছেড়ে পালাচ্ছেন কিনা? জবাবে অভিনেতা বলেন, কাজের জন্যই তিনি নিউইয়র্ক যাচ্ছেন।

এরপরই নাকি চঞ্চল চৌধুরীকে বিমান থেকে নামিয়ে গৃহবন্দি করা হয়। বর্তমানে নিজের বাড়িতে তিনি বন্দি অবস্থায় আছেন বলে ভারতীয় মিডিয়ার প্রতিবেদনে দাবি করা হয়। এ নিয়ে অবশেষে মুখ খুললেন অভিনেতা।

বিমান থেকে নামানো এবং গৃহবন্দি থাকা প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘এমন কোনো ঘটনাই ঘটেনি আমার সঙ্গে। এই খবরের কোনো সত্যতা নেই। পুরোপুরি মিথ্যা। এমনকি গত কয়েক মাস যাবত কোনো সাংবাদিকের সঙ্গেই আমার কথা হয়নি। কীভাবে এ ধরনের সংবাদ প্রকাশ করা হলো, তা আমার জানা নেই।’

প্রসঙ্গত, শেখ হাসিনার পতনের পর তার ঘনিষ্ঠ অনেক শোবিজ তারকাই গত কয়েক মাস ধরে আত্মগোপনে আছেন। প্রকাশ্যে আসছেন না তেমন। চঞ্চল চৌধুরী তাদেরই একজন।

(ঢাকাটাইমস/১২ডিসেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই-আগস্টের নৃশংসতা সম্পর্কে জাতিসংঘের প্রতিবেদন প্রকাশ ফেব্রুয়ারিতে
রংপুরের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে রাজশাহী
নওগাঁয় দেখা নেই সূর্যের, বৃষ্টির মতো ঝরছে শিশির
‘মেসির সঙ্গে বিরোধ’ প্রসঙ্গে এবার নেইমারকে জবাব দিলেন এমবাপ্পে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা