স্মার্টফোনের টাচ স্ক্রিনের যত্ন নেবেন যেভাবে

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০১৬, ১১:৪১
অ- অ+

হাতে হাতে ঘুরছে স্মার্টফোন। নানা কাজে এখন ব্যবহৃত হচ্ছে এই ফোন। তাই আপনার সাধের ফোনটির সুরক্ষিত রাখতে প্রয়োজন বাড়তি যত্ন। বিশেষ করে নিয়মিত ফোনের টাচস্ক্রিন যত্ন নিতে হবে। এতে ফোন দীর্ঘদিন সচল থাকবে। তেমনি সেবাও মিলবে ভালো। স্মার্টফোনের টাচস্ক্রিন স্পর্শের মাধ্যমে কাজ করে বলে কিছু সতর্কতা অবলম্বন করে ব্যবহার করতে হবে। সামান্য কারনেও টাচ স্ক্রিনের অনেক ক্ষতি হয়ে যায়। জেনে নিন কীভাবে ফোনের টাচস্ক্রিনের যত্ন নেবেন।

টাচস্ক্রিন ফোনে টাচ সিস্টেমটি নষ্ট হওয়ার অন্যতম কারণ হচ্ছে, টাচে জোরে চাপ দিয়ে কাজ করা। যা কখনো উচিত নয় ।

টাচস্ক্রিন মোবাইলের স্ক্রিনে পানি/ঘাম/তেল পড়লে এর টাচ এর কর্ম ক্ষমতা নষ্ট হয়ে যায় । আর মোবাইল জোরে ঝাঁকাবেন না ।

ধুলোবালিতে ফোন রাখলে টাচ এর স্পর্শকাতরতা কমে যায় । এতে এক পর্যায়ে টাচ স্থায়ীভাবে নষ্ট হয়ে যায় ।

রোদে/অতিরিক্ত তাপে ফোন ব্যবহার করলে টাচ এর মারাত্মক ক্ষতি হয় । মোবাইলের টাচ কে রক্ষা করার জন্য পাতলা স্ক্রিনপেপার ব্যবহার করতে পারবেন । কেননা, স্ক্রিনপেপার ব্যবহারে টাচ এ সহজে দাগ ও ময়লা পড়ে না।

টাচ পরিস্কার করার জন্য সাবান,পানি কিংবা কোনো ধরণের দ্রবণ ব্যবহার করা যাবে না । পরিস্কার করার জন্য নরম কাপড় বা টিস্যু ব্যবহার করতে হবে । টাচ পরিস্কার করার সময় অবশ্যই মোবাইল ফোন বন্ধ করে পরিস্কার করতে হবে ।

মোবাইল যেন হাত থেকে পড়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন। কেননা, এতে আপনার টাচস্ক্রিন ফেটে যেতে পারে ।

ফোনের পর্দায় পানি পড়লে সাথে সাথে ফোনটি বন্ধ করে ব্যাটারি খুলে ফেলুন। ভেজা অবস্থায় ফোন চালু করতে যাবেন না ।

এসব নিয়ম মেনে চললে টাচ সিস্টেম দীর্ঘদিন টেকসই হবে।

(ঢাকাটাইমস/৮ডিসেম্বর/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিরাপদ স্থান ছাড়াই চার লাখ ২৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি আবারও বাস্তুচ্যুত: জাতিসংঘ
শোবিজ তারকারা ব্যাট-বল নিয়ে আবারও মাঠে নামছেন  
এপ্রিলে রাজনৈতিক দলের মধ্যে বিএনপিকে জড়িয়ে সবচেয়ে বেশি অপতথ্য প্রচার
গাজাজুড়ে ইসরায়েলি হামলায় ৩১ জন নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা