ঝালকাঠিতে টানা বৃষ্টিতে নাজেহাল মানুষ

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ এপ্রিল ২০১৭, ০৮:৫৫
অ- অ+

ঝালকাঠিতে গত দুই দিন থেকে চলা বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় নাজেহাল হয়ে পড়েছে জেলার বাসিন্দারা। এছাড়া ঝড়ো বাতাসে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ছিঁড়ে গেছে বৈদ্যুতিক তার, উপড়ে গেছে ঘরের চাল, বিদ্ধস্ত হয়েছে কলা থেকে শুরু করে বিভিন্ন সবজি ক্ষেত। শহর-গ্রামে রাস্তা-ঘাটের অবস্থা চরম বেহাল। সবমিলিয়ে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারণকে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ঝালকাঠি জেলায় বর্তমানে বাঙ্গি, তরমুজ, মুগ, তিল, কলা, পান ও বোরো আবাদ রয়েছে। কয়েকদিনের বৃষ্টি ও ঝড়ো বাতাসে ফসলের ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ করে ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবরে পাঠানো হয়েছে।

এদিকে ঝালকাঠি পৌর শহরের ড্রেনেজ ব্যবস্থা ভাল না থাকায় একটু বৃষ্টি হলে পানি জমে যায় রাস্তায়। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অফিস আদালতের কর্মকর্তা-কর্মচারীসহ পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ঝালকাঠি শহর এলাকার কাঠপট্টি বাকলাই ফ্যারি, বাশপট্টি, গোরস্থান-টিএন্ডটি সংযোগ সড়ক, পাবলিক লাইব্রেরি-টিএন্ডটি সংযোগ সড়ক, পালবাড়ি এলাকার শেখ মুজিব সড়ক, সমাজ সেবা অফিসের সামনে থেকে রূপনগর সংযোগ সড়কের বেহাল অবস্থা। প্রতিটি সড়কেই হাটু সমান পানি জমেছে বৃষ্টিতে। গুরুধাম ব্রিজ থেকে সাধনার মোড় পর্যন্ত ড্রেনের কাজ চলমান থাকায় কর্দমাক্ত হয়ে গেছে রাস্তা। চলাচলে সীমাহীন ভোগান্তি পোহাতে হয় গাড়ি চালক ও যাত্রীদের।

ঢাকাটাইমস/২৫এপ্রিল/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকাসহ ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
ভেষজ আনারস ক্যানসার প্রতিরোধে সিদ্ধহস্ত, শরীরের ওজনও কমায়
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১১০ জন
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা