টি-টোয়েন্টি গ্লোবাল লিগে খেলবেন না তামিম

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ জুলাই ২০১৭, ১১:৫৬ | প্রকাশিত : ১৩ জুলাই ২০১৭, ১১:১৩

আগামী নভেম্বর-ডিসেম্বরে সাউথ আফ্রিকায় অনুষ্ঠিত হবে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট টি-টোয়েন্টি গ্লোবাল লিগ। এই আসরে খেলার প্রস্তাব পেয়েছিলেন তামিম ইকবাল। কিন্তু ব্যস্ত সূচি থাকায় তিনি খেলতে যেতে পারবেন না। কারণ, একই সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমির হয়ে খেলেন তামিম ইকবাল। এই দলটির মালিক জাভেদ আফ্রিদি সাউথ আফ্রিকার এই টি-টোয়েন্টি লিগে দল কিনেছেন। এই দলটির হয়েই খেলার প্রস্তাব পেয়েছিলেন তামিম।

তামিম ইকবাল বলেছেন, ‘পাকিস্তান সুপার সুপার লিগে (পিএসএল) আমি যে দলের হয়ে খেলি সেই দলের মালিক ওখানে দল কিনেছেন। এটা সত্য যে আমি সেখানে খেলার প্রস্তাব পেয়েছিলাম’।

তিনি আরও বলেন, ‘আমি বিপিএলে খেলব। এ নিয়ে কোনও সন্দেহ থাকার কারণ নেই’।

আগামী ৪ নভেম্বর শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর। এই আসরে অংশ নিবে মোট আটটি দল। বিপিএলের সর্বশেষ দুই আসরে চিটাগং ভাইকিংস দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন তামিম ইকবাল।

(ঢাকাটাইমস/১৩ জুলাই/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :