নেত্রকোণায় জঙ্গি আস্তানা থেকে বিদেশি পিস্তলসহ সরঞ্জাম জব্দ, অভিযান চলছে

নেত্রকোণায় একটি জঙ্গি আস্তানা থেকে বিদেশি পিস্তল, গুলি ও জিহাদী বই উদ্ধার করেছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলছে। পুলিশের ধারনা আস্তানাটিতে বোমা বা বোমা তৈরির সরঞ্জাম থাকতে পারে।
শনিবার দুপুর ১টার পর সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাসাপাড়া এলাকায় অবস্থিত প্রফেসর আব্দুল মান্নান নামে এক ব্যক্তির বাড়িটি ঘেরাও করে পুলিশ। পরে বিকাল সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ থেকে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট ঘটনাস্থলে এসে অভিযান শুরু করে। রাত সাড়ে ৮টায় এই প্রতিবেদন লেখার সময় অভিযান চলছে।
নেত্রকোণার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ঢাকা টাইমসকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানতে চাইলে পুলিশ সুপার ফয়েজ আহমেদ বলেন, ‘আমরা বেশ কিছুদিন আগেই বিভিন্ন সোর্স ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারি, নেত্রকোণা সদরে কোথাও একটা জঙ্গি আস্তানা রয়েছে। বিষয়টি জানার পর থেকেই কাজ করে আসছিল পুলিশ। শুক্রবার আমরা নিশ্চিত হই সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাসাপাড়া এলাকায় প্রফেসর আব্দুল মান্নান নামে এক ব্যক্তির বাড়িতে এই আস্তানাটি রয়েছে।’
পুলিশ সুপার বলেন, যে ঘরটিতে অভিযান চালানো হয় সেটি সাউন্ডপ্রুফিং ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এখানে জঙ্গিদের প্রশিক্ষণ করানো হতো। অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ১৭টি তাজা গুলি, খেলনা পিস্তল, হ্যান্ডকাপ, জিহাদি বই ও ওয়াকিটকিসহ বিভিন্ন প্রশিক্ষণসামগ্রী উদ্ধার করা হয়েছে। তবে বাড়ি থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, বাড়ির মালিক আব্দুল মান্নান। তার বাড়ি জেলার আটপাড়া উপজেলায়। দুই-তিন বছর আগে বর্তমান বাসিন্দাদের কাছে বাড়িটি ভাড়া দেওয়া হয়। তবে ভাড়া নেওয়া ব্যক্তিদের এলাকার লোকজন কখনও দেখেননি। পুরো বাড়িটি সিসি ক্যামেরার আওতায় রয়েছে।
(ঢাকা টাইমস/০৮জুন/পিএস/কেএম)

মন্তব্য করুন