মাদারীপুরে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২৪, ০০:০১
অ- অ+

মাদারীপুরের শিবচরে গোসল করতে নেমে পুকুরে ডুবে আমেনা আক্তার (১০) নামের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে বান্ধবীদের সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।

নিহত ওই আমেনা আক্তার শিবচর উপজেলার বাশকান্দি ইউনিয়নের মির্জার চর বেপারীকান্দি গ্রামের জাকির মুন্সির মেয়ে। সে মির্জার চর বেপারীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার স্কুলে যাওয়ার আগে বেলা আনুমানিক সাড়ে ১১ টার দিকে আমেনা আক্তার তার বান্ধবীদের সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে অসাবধানতাবশত পুকুরের গভীরে গিয়ে বান্ধবী শ্রাবণী সহ পানিতে তলিয়ে যায়। এসময় তার সহপাঠীদের চিৎকারে পরিবারের লোকজন দ্রুত এসে শ্রাবণীকে উদ্ধার করে। প্রায় ১৫ মিনিট পরে আমেনা আক্তারকেও উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. আশিকুল ইসলাম বলেন, ‘শিশুটি হাসপাতালে আনার আগেই মারা গেছে। এখানে কোনো ধরনের চিকিৎসা দেওয়ার সুযোগ হয়নি।’

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/০২অক্টোবর/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে এশীয় নেতাদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
 ‘অতিরিক্ত কিউটনেস’ প্রকাশে অক্সফোর্ড ডিকশনারিতে যুক্ত হলো নতুন শব্দ
পর্তুগাল বিএনপির আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন
কাতারের কাছে ১.৯৬ বিলিয়ন ডলারের ড্রোন বিক্রি করবে যুক্তরাষ্ট্র
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা