কাতারে বঙ্গবাজার সুপার মার্কেটের যাত্রা শুরু

কাতার প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ জুন ২০২৪, ১৭:২৪
অ- অ+

কাতারের রাজধানী দোহা থেকে ২৫ কিলোমিটার দূরে খরিয়াতিয়া এলাকার কমার্শিয়াল ব্যাংকের পাশে বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান বঙ্গবাজার সুপার মার্কেটের যাত্রা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) বিপুল সংখ্যক স্থানীয় প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে ফিতা ও কেক কেটে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম।

এই মার্কেটের পাঁচ উদ্যোক্তা হলেন, মইনুল কবির, সাইফুদ্দিন শিপন, ইউনুস মিয়া মিলন, রাসেল মিয়াজী ও নাজিম হোসেন।

উদ্বোধনকালে বিশেষ অতিথি ছিলেন দূতালয় প্রধান মোহাম্মদ নাসির উদ্দিন।

আমিনুল হকের পরিচালনায় ও সিনিয়র উদ্যোক্তা ইউনুস মিয়া মিলনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উদ্যোক্তা মইনুল কবির, মোহাম্মদ হারুন, ইয়াসিন মিয়া প্রিন্স, বাহার উদ্দিনসহ আরও অনেকে।

রাষ্ট্রদূত তার বক্তব্যে ‘বঙ্গবাজার’ নামটির ভূয়সী প্রশংসা করে বলেন, নামের মধ্যদিয়ে নিজ দেশের প্রতি উদ্যোক্তাদের ভালোবাসা ফুটে উঠেছে। তিনি আশা করেন বঙ্গবাজার সুপার মার্কেটের উদ্যোক্তারা উত্তম সেবা ও দেশীয় পণ্য প্রবাসে ব্র্যান্ডিং এর মাধ্যমে দেশের ইতিবাচক ভাবমূর্তি বিভিন্ন দেশের মানুষের মধ্যে তুলে ধরবে। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

উদ্যোক্তারা জানান, শাক-সবজি ও ফল, শুকনো খাবার, মশলা, মাছসহ মার্কেটের সিংহভাগ পণ্যই বাংলাদেশ থেকে আসা। সুলভমূল্যে প্রবাসীদের কাছে উৎকৃষ্ট মানের পণ্য বিক্রির প্রতিশ্রুতি দেন তারা। নিজ দেশের এ প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে তারা খরিয়াতিয়া এলাকার প্রবাসীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। উদ্বোধন উপলক্ষে মাসব্যাপী বিশেষ মূল্যছাড় থাকবে বলে জানান তারা।

শেষে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি, দেশ ও মুসলিম উম্মাহর জন্য দোয়া করেন হাফেজ মাওলানা নূরে আলম জাহাঙ্গীর।

(ঢাকাটাইমস/০৮জুন/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনৈতিক দল নিষিদ্ধ সব সমস্যার সমাধান নয়: গয়েশ্বর
যুদ্ধ-উত্তেজনার মধ্যেই ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান
দার্শনিক শিল্পপতি সুফি মিজানুর রহমান: পুরুষোত্তম
শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে আইনি প্রক্রিয়ায় কাজ করছে ইন্টারপোল: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা