বীর মুক্তিযোদ্ধা ফরহাদ আহমেদ চৌধুরী মারা গেছেন

কিশোরগঞ্জ- ৪ (ইটনা, অস্ট্রগ্রাম, মিঠামইন) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ফরহাদ আহমেদ চৌধুরী কাঞ্চন (৮০) আর নেই। শনিবার দুপুর ১২টায় রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ১৯৭৯ সালের সংসদ নির্বাচনে তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। মরহুম ফরহাদ আহমেদ চৌধুরী দৈনিক আজকের গণশক্তি পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন। তার বড় ছেলে ডা. ফেরদৌস আহমেদ চৌধুরী (লাকী) গ্যাস্ট্রোএন্টারোলোজী বিভাগের অধ্যাপক এবং চিকিৎসকদের সংগঠন ড্যাবের সঙ্গে সক্রিয় আছেন। মরহুমের বড় মেয়ে সরকারি কর্মকর্তা। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানান।
ছাত্রজীবন থেকে রাজনীতিতে জড়ান ফরহাদ আহমেদ চৌধুরী। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তিনি প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা। তিনি বৃহত্তর ময়মনসিংহে ভাসানী ন্যাপ এর জেলা সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং ভাসানী ন্যাপ বিলুপ্তির আগ পর্যন্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। যে কমিটির আহ্বায়ক ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। যুব নেতা হিসেবে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে রোমানিয়া, তুরস্ক, ইরান, দুবাই ভ্রমণ করেন। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
(ঢাকাটাইমস/০৮জুন/জেবি/কেএম)

মন্তব্য করুন