সুনামগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতা, পরাজিত চেয়ারম্যান প্রার্থীসহ আহত ১৩

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ জুন ২০২৪, ১৮:১৭| আপডেট : ০৮ জুন ২০২৪, ১৮:৪৪
অ- অ+

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনা ঘটেছে। এতে পরাজিত চেয়ারম্যান প্রার্থীসহ উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের দাতিয়াপাড়া গ্রামে নবনির্বাচিত চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক ভুঁইয়া ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের এই ঘটনা ঘটে।

সংঘর্ষে সাইদুর রহমানসহ উভয়পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সাইদুর রহমানসহ তার পক্ষের ৪ জন এবং রাজ্জাক ভুঁইয়ার নাতি বাছেত ভুঁইয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

মো. আব্দুর রাজ্জাক ভুঁইয়া অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. আব্দুল বাতেনের বড় ভাই ও অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা। সাইদুর রহমান স্থানীয় আওয়ামী লীগ নেতা ও বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

গত বুধবার (৫ জুন) চতুর্থ ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে মো. আব্দুর রাজ্জাক ভূঁইয়ার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাইদুর রহমান।

শুক্রবার বিকালে নতুন বাজারে উভয়পক্ষের সমর্থকেরা নির্বাচন নিয়ে তর্কে জড়ায়। যা পরে সংঘর্ষে রূপ নেয়। এতে সাইদুর রহমানসহ তার সঙ্গে থাকা হারুন, আজমির রহমান, অ্যাডভোকেট আরিফুর রহমান ঝিনুক ও কামাল মিয়া এবং রাজ্জাক ভুঁইয়ার পক্ষের বাছেত ভুঁইয়া, আনোয়ার, হুমায়ুন, অমি, আমিনুল, কবির ও উজ্জ্বল আহত হয়েছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

সাঈদুর রহমান বলেন, রাজ্জাক ভুঁইয়ার ভাতিজা বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিম মাহমুদের নেতৃত্বে আমার বাড়িঘরে হামলা হয়েছে। আমাদেরকে বাড়িতে ঘণ্টা দেড়েক সময় অবরুদ্ধ করে রাখা হয়।

নবনির্বাচিত চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক ভুঁইয়া বলেন, সাইদুরের বাড়িঘরে হামলা করা হয়নি বরং সাইদুর রহমান ও তার লোকজন বাড়ি থেকে দেশীয় অস্ত্র নিয়ে বাজারে এসে আমার সমর্থকদের উপর হামলা চালিয়েছে।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমরান হোসেন বলেন, খবর শুনে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ব্যাপারে কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৮জুন/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির অনুষ্ঠান মঞ্চ থেকে নামিয়ে দেয়া হলো সেই এহসান মাহমুদকে
অস্তিত্ব দিয়ে আগামীর বাংলাদেশে জুলাইকে ধারণ করব : মঞ্জু
বাংলাদেশে কোনো জঙ্গি নেই : ডিএমপি কমিশনার
মুরাদনগরের ওসি, কথিত সাংবাদিক ও যুবলীগ নেতাকে দিয়ে বিএনপির নাম জড়ানো হয়: কায়কোবাদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা