ভোটে জেতার পর বিমানবন্দরে নিরাপত্তাকর্মীর হাতে চড় খেলেন কঙ্গনা

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জুন ২০২৪, ১১:৪৪| আপডেট : ০৭ জুন ২০২৪, ১৫:১৪
অ- অ+

প্রথমবার নির্বাচনে প্রার্থী হয়েই ছক্কা ছাঁকিয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। ভারতের লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে জিতেছেন বড় ব্যবধানে। হারিয়েছেন কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী বিক্রমাদিত্য সিংকে।

কিন্তু এই খুশির খবরের মাঝেই উড়ে এলো একটি খারাপ খবর। পাঞ্জাবের চণ্ডীগড় বিমানবন্দরে এক নিরাপত্তারক্ষীর দ্বারা লাঞ্ছিত হয়েছেন অভিনেত্রী। কঙ্গনাকে চড় মেরেছেন ওই নারী নিরাপত্তাকর্মী।

বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছেন। প্রতিবেদন বলছে, হিমাচল প্রদেশের মান্ডি থেকে নির্বাচনে জয় পাওয়া কঙ্গনা চণ্ডীগড় বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে বিমানে উঠতে যাওয়ার সময় তাকে চড় মারেন বিমানবন্দরের ওই নারী কর্মী।

জানা গেছে, কঙ্গনাকে চড় মারা ওই নারী চণ্ডীগড় বিমানবন্দরের কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর একজন কনস্টেবল। তার দাবি, ভারতের কৃষকদের অসম্মান করে কতা বলার কারণে বলিউড নায়িকা তথা নয়া সংসদ সদস্য কঙ্গনাকে তিনি চড় মেরেছেন।

ওই নারী কনস্টেবলের নাম কুলবিন্দর কৌর। ঘটনার পর এক ভিডিওতে এসে তিনি জানিয়েছেন ‘কৃষক আন্দোলনের সময়ে কঙ্গনা যে মন্তব্য করেছিলেন, সেটি তার মোটেই পছন্দ হয়নি। কুলবিন্দর বলেন, ‘উনি (কঙ্গনা) কি ওখানে বসেছিলেন? উনি মন্তব্য করেছিলেন। আমার মা ওই আন্দোলনে বসেছিল।’

এই চড়কাণ্ডের পর ওই নারী নিরাপত্তাকর্মীকে সাময়িক বহিষ্কার করেছে চণ্ডীগড় বিমানবন্দর কর্তৃপক্ষ। পাশাপাশি তাকে আটকের পর তার বিরুদ্ধে পুলিশি মামলা দেওয়া হয়েছে বলে খবর ভারতীয় সংবাদমাধ্যমের।

(ঢাকাটাইমস/০৭জুন/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজ দেশে ফিরছেন খালেদা জিয়া, পথে পথে অভ্যর্থনা জানাবেন নেতাকর্মীরা
হিরো আলমের বিরুদ্ধে ধর্ষণ ও গর্ভপাত ঘটানোর অভিযোগে মামলা
প্যাথলজিক্যাল নমুনা বিদেশে পাঠাতে অনুমতি লাগবে স্বাস্থ্য অধিদপ্তরের
বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টারে আগুনের সূত্রপাত নিয়ে যা জানা গেল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা