ট্রাফিক ইন-সার্ভিস সেইফ ড্রাইভিং কোর্সের উদ্বোধন

ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন), এসআই, সার্জেন্ট ও টিএসআইদের চার দিন ব্যাপী ট্রাফিক ইন-সার্ভিস সেইফ ড্রাইভিং কোর্সের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে রাজারবাগ পুলিশ লাইনসে ডিএমপি ট্রেনিং একাডেমীতে ডিএমপির অতিরিক্তি পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার, বিপিএম-সেবা এই কোর্সের উদ্বোধন করেন।
ডিএমপির প্ল্যানিং রিসার্চ অ্যান্ড হিউমেন রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের (পিআরএন্ডএইচআরডি) আয়োজনে ডিএমপির বিভিন্ন ইউনিটের ২০ জন পুলিশ সদস্য চার দিন ব্যাপী এই ওরিয়েন্টেশন কোর্সে অংশগ্রহণ করেন।
উদ্বোধনী দিনের বিভিন্ন সেশনে ট্রাফিক ব্যবস্থাপনায় ড্রাইভিং প্রশিক্ষণের গুরুত্ব, চালকের দায়িত্ব ও কর্তব্য ,রোড কোড ও রোড সাইন, ট্রাফিক রুলস ও রেগুলেশনস এবং ড্রাইভার্স পয়েন্ট কর্তন সিস্টেম ও ফাস্ট এইড বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
এসময় সেখানে যুগ্ম পুলিশ কমিশনার (ট্রেনিং) সুলতানা নাজমা হোসেন, উপ-পুলিশ কমিশনার (প্লানিং, রিসার্চ অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগ) মোহাম্মদ মাসুদ রানা এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পিআরঅ্যান্ডএইচআরডি বিভাগ) মারুফা নাজনীনসহ ডিএমপির অন্যান্য উধ্র্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
(ঢাকা টাইমস/০৫মে/এলএম/এসএ)

মন্তব্য করুন