বেইলি রোডের সিরাজ টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৯ ইউনিট
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
প্রকাশিত : ০৫ মে ২০২৫, ১৯:২৭| আপডেট : ০৫ মে ২০২৫, ২১:০৭

রাজধানীর বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিং মল ১০তলা ভবনের নিচ তলায় একটি রেস্টুরেন্টে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।
সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এদিন সন্ধ্যা ৬ টা ৪৭ মিনিটে ক্যাপিটাল সিরাজ টাওয়ারের নিচতলায় আগুনের খবর আসে। আগুন নেভাতে আমাদের ৩টি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে শুরু করে। পরে আরও ৬টি ইউনিট যোগ দিয়েছে।
(ঢাকাটাইমস/০৫মে/এলএম/এমআর)

মন্তব্য করুন