কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ জুন ২০২৪, ১৮:৩৯
অ- অ+

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধের (৭৫) মৃত্যু হয়েছে ।

শনিবার সকাল পৌনে ১০টায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন এলাকার বিশারা নামক স্থানে এই ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন ওই বৃদ্ধ। বৃদ্ধের দু’হাত ও দুই পা কাটা এবং ঘাড়ে ও মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে।

খবর পেয়ে লাকসাম রেলওয়ে পুলিশ ট্রেনে কাটা পড়া বৃদ্ধের লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জামাল হোসেন বলেন, ডাউন লাইনে পর্যটন এক্সপ্রেস ট্রেনে বৃদ্ধের কাটা পড়ার খবর শুনে আমরা বিষয়টি লাকসাম রেলওয়ে থানাকে অবহিত করি। পুলিশ এসে পরিচয়হীন ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে নিয়ে যায়।

লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরাদ উল্লাহ বাহার বলেন, অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। উনার পরিচয় শনাক্তে ফিঙ্গার প্রিন্টের জন্য সিআইডিতে খবর দেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/০৮জুন/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঘাটাইলে অটোরিকশার ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত
গেজেট পাওয়ার পর আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত: সিইসি
যৌতুকের মিথ্যা মামলা: ফেঁসে গেলেন অভিযোগকারী নারী
রোম্যান্টিক সিন করতে গিয়ে আমার মাড়ি কেটে যায়: ঈশানী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা