কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধের (৭৫) মৃত্যু হয়েছে ।
শনিবার সকাল পৌনে ১০টায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন এলাকার বিশারা নামক স্থানে এই ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন ওই বৃদ্ধ। বৃদ্ধের দু’হাত ও দুই পা কাটা এবং ঘাড়ে ও মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে।
খবর পেয়ে লাকসাম রেলওয়ে পুলিশ ট্রেনে কাটা পড়া বৃদ্ধের লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জামাল হোসেন বলেন, ডাউন লাইনে পর্যটন এক্সপ্রেস ট্রেনে বৃদ্ধের কাটা পড়ার খবর শুনে আমরা বিষয়টি লাকসাম রেলওয়ে থানাকে অবহিত করি। পুলিশ এসে পরিচয়হীন ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে নিয়ে যায়।
লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরাদ উল্লাহ বাহার বলেন, অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। উনার পরিচয় শনাক্তে ফিঙ্গার প্রিন্টের জন্য সিআইডিতে খবর দেওয়া হয়েছে।
(ঢাকাটাইমস/০৮জুন/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন