চাঁদপুরে স্কুলছাত্রী হত্যা: অভিযুক্তের ফাঁসির দাবি

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ আগস্ট ২০১৭, ১৯:০৯

চাঁদপুরে স্কুলছাত্রী হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর শহরের পুরাণবাজার পূর্ব শ্রীরামদী করিম মিজির বাড়িতে (দালাল বাড়ি) সংঘটিত স্কুলছাত্রী মাহমুদা আক্তার চাঁদনী হত্যাকারী রুবেল মিজির ফাঁসির দাবিতে বৃহস্পতিবার দুপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে আমিনুল হক পৌর প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশু শিক্ষার্থীরা এবং এলাকাবাসী।

স্থানীয় চৌধুরী বাড়ির সামনের স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থীরা ব্যানার ফেস্টুন হাতে নিয়ে মানববন্ধন করে।

শিশু শিক্ষার্থীদের সাথে মানববন্ধনে যোগ দেন নারী, পুরুষ, শিশুসহ বিভিন্ন বয়সের এলাকার মানুষ।

এ সময় নারী লোভী ইয়াবা আসক্ত ঘাতক রুবেলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে স্লোগান দেয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ হয়।

সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও চাঁদপুরের নারী সাংস্কৃতিক সংগঠক অনিমা সেন বলেন, মেয়েটি আমার স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ত। এ বছরের এপ্রিল মাস পর্যন্ত সে অধ্যয়ন ছিল। এরই মধ্যে জানতে পেলাম মেয়েটিকে ফুসলিয়ে নিয়ে যায় এ এলাকারই এক ছেলে। তার পর শুনলাম তার মৃত্যুর খবর। আমার প্রশ্ন কিভাবে মেয়েটি মারা গেল, এর সঠিক তদন্ত হওয়া দরকার।

তিনি আরো বলেন, এভাবে একটি প্রাণ অকালে ঝরে যাবে আমরা মুখ বুঝে থাকতে পারি না। আমাদেরও সন্তান রয়েছে। একে বাল্যবিবাহের অপরাধ অপর দিকে হত্যা, এ রহস্য বের করে অপরাধীর দৃষ্টান্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। তা না হলে এ ধরনের অপরাধ বাড়তে থাকবে। বিষয়টির প্রতি তিনি পুলিশ সুপারের সুদৃষ্টি কামনা করেন।

মানিক মিজির পরিচালনায় আরো বক্তব্য রাখেন- সোহেল মিজি, পরশ মিয়াজী, রবিন মিয়াজী, আলমগীর হোসেন, খোকন বেপারি, শিমুল তালুকদার, নিহত চাঁদনীর বাবা মামুন রাঢ়ী ও মা খদেজা বেগম।

এছাড়া কয়েকজন শিক্ষার্থীও রুবেলের ফাঁসি চাই, ফাঁসি চাই বলে বক্তব্য রাখেন।

অন্যান্য বক্তারা পৌর মেয়র ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

(ঢাকাটাইমস/১৭ আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

অর্থ উদ্ধারে পুলিশের সহায়তা চেয়ে পাননি, পরে দলবদ্ধ ধর্ষণের শিকার গার্মেন্টস কর্মী

ফরিদপুর জেলা বাস মালিক সমিতির নতুন কমিটির শপথ

সিলেটে ২ কোটি টাকার ১৪ ট্রাক ভারতীয় চিনি জব্দ

মির্জাপুরে ব্যারিস্টার সীমান্ত চেয়ারম্যান, বাকি দুই পদে জিতলেন যারা

চোরাই পথে লক্ষ্মীপুরে ঢুকছে ভারতের নিম্নমানের চিনি

বোয়ালমারীতে টানা চতুর্থবার উপজেলা চেয়ারম্যান হলেন মুশা মিয়া

লাইসেন্সবিহীন হাসপাতাল-ক্লিনিক নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

ভালুকা উপজেলায় চেয়ারম্যান রফিক, বাকি দুই পদে বিজয়ী যারা

শরীয়তপুরে প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে গুরুতর আহত অন্তঃসত্ত্বা নারী

দিনাজপুরের তিন উপজেলায় হাফিজুর, মিল্টন ও ফাহিম চেয়ারম্যান নির্বাচিত

এই বিভাগের সব খবর

শিরোনাম :