সিরাজগঞ্জে সোমবার আধাবেলা হরতালের ডাক বিএনপির

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ অক্টোবর ২০১৭, ১৮:৩০

সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ রুমানা মাহমুদের গাড়িবহরে হামলার প্রতিবাদে আগামীকাল সোমবার অর্ধদিবস হরতাল ডেকেছে জেলা বিএনপি।

রবিবার বিকালে স্থানীয় ভাসানী মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ রুমানা মাহমুদ, তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ুন ইসলাম খান, জেলা বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান লেবু, অধ্যক্ষ আব্দুল আজিজ সরকার, নাজমুল ইসলাম তালুকদার রানা, আজিজুর রহমান দুলাল, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফাজামান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল জব্বার বাবু, জেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন রাজেশ প্রমুখ।

এর আগে রবিবার দুপুরে কামারখন্দ উপজেলা থেকে সিরাজগঞ্জ শহরে ফেরার পথে বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের কড্ডা মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জানান, কামারখন্দ উপজেলা বিএনপির প্রয়াত সাধারণ সম্পাদক নুরুল ইসলামের পরিবারকে সমবেদনা জানাতে জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের নেতৃত্বে বিএনপির নেতারা সকালে তার বাড়িতে যান। দুপুরে কামারখন্দ থেকে বাড়ি ফেরার পথে সয়দাবাদ ইউনিয়নের কড্ডামোড়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাজার নেতৃত্বে আওয়ামী লীগ. যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালান। এসময় সাবেক সাংসদ ও জেলা বিএনপির সভাপতির গাড়ির কয়েকটি স্থানে গ্লাস ভেঙে যায়। এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল ইসলাম তালুকদার রানা, বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম-সাধারণ সম্পাদক নূর কায়েম সবুজ, মুন্সী আলম আহত হয়েছেন। তাৎক্ষনিক গাড়ি নিয়ে সরাসরি পুলিশ সুপার কার্যালয়ে এসে বিষয়টি অবগত করি। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

(ঢাকাটাইমস/২২অক্টোবর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

অর্থ উদ্ধারে পুলিশের সহায়তা চেয়ে পাননি, পরে দলবদ্ধ ধর্ষণের শিকার গার্মেন্টস কর্মী

ফরিদপুর জেলা বাস মালিক সমিতির নতুন কমিটির শপথ

সিলেটে ২ কোটি টাকার ১৪ ট্রাক ভারতীয় চিনি জব্দ

মির্জাপুরে ব্যারিস্টার সীমান্ত চেয়ারম্যান, বাকি দুই পদে জিতলেন যারা

চোরাই পথে লক্ষ্মীপুরে ঢুকছে ভারতের নিম্নমানের চিনি

বোয়ালমারীতে টানা চতুর্থবার উপজেলা চেয়ারম্যান হলেন মুশা মিয়া

লাইসেন্সবিহীন হাসপাতাল-ক্লিনিক নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

ভালুকা উপজেলায় চেয়ারম্যান রফিক, বাকি দুই পদে বিজয়ী যারা

শরীয়তপুরে প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে গুরুতর আহত অন্তঃসত্ত্বা নারী

দিনাজপুরের তিন উপজেলায় হাফিজুর, মিল্টন ও ফাহিম চেয়ারম্যান নির্বাচিত

এই বিভাগের সব খবর

শিরোনাম :