চুয়াডাঙ্গায় ডাকাত সর্দারের পলায়ন, তিন পুলিশ বরখাস্ত

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০১৮, ২১:৩৩| আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৮, ২১:৩৬
অ- অ+

অস্ত্রসহ গ্রেপ্তারের পর চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা কার্যালয় থেকে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার জাহিদুল পালিয়ে গেছে। রবিবার ভোরে হ্যান্ডকাপ পরা অবস্থায় তিনি পালিয়ে যান। এ ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে তিন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।

শনিবার রাতে জেলার জীবননগর উপজেলার কর্চাডাঙ্গা গ্রাম থেকে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার জাহিদুলকে একটি কাটা রাইফেলসহ গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারের পর জেলা গোয়েন্দা কার্যালয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাকে একটি কক্ষে আটক রাখা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলা গোয়েন্দা কার্যালয়ের একটি কক্ষে আটক থাকা অবস্থায় হ্যান্ডকাপ পরা জাহিদুল ভোরে কৌশলে পালিয়ে যায়।

রবিবার দুপুরে ঘটনাটি জানাজানি হলে তোলপাড়ের সৃষ্টি হয় চুয়াডাঙ্গায়।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে মহিদুল, মাসুদ ও মাহমুদুল হাসান নামে তিন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। একই সাথে আটক ডাকাত সর্দার জাহিদুলকে গ্রেপ্তারে পুলিশের বেশ কয়েকটি টিম অভিযান চালাচ্ছে।

(ঢাকাটাইমস/২সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইউরোপজুড়ে নজিরবিহীন তাপপ্রবাহ: ফ্রান্স, ইতালি, স্পেন, পর্তুগাল, জার্মানি, যুক্তরাজ্য, তুরস্কে রেড অ্যালার্ট জারি
সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য: জনবল সংকটে প্রশাসন
‘ফ্যাসিবাদী শাসনে বাংলাদেশের মৌলিক স্তম্ভ ধ্বংস হয়েছে’: জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম খান
হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ সরাসরি সম্প্রচার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা