‘জামালপুরে সব উপজেলায় স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে’

জামালপুর প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০১৯, ২১:৩৭
অ- অ+

জামালপুরে চলমান উন্নয়ন কাজ বাস্তবায়নের পাশাপাশি প্রতিটি উপজেলায় স্বাস্থ্য বিভাগের উন্নয়নের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। বলেছেন, জেলার সকল মানুষের স্বাস্থ্য নিশ্চিত করা হবে।

শনিবার বিকালে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দেয়া এক গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

জেলা আওয়ামী লীগের সভাপতি. মুহাম্মদ বাকী বিল্লাহর সবাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক ভূমি মন্ত্রী রেজাউল করিম হীরা। অন্যান্যের মধ্যে সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, ফরিদুর হক খান দুলাল এমপি ও ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন এমপিসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা বক্তব্য রাখেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, জামালপুরের সকল মানুষ যেন স্বাস্থ্য সেবা পান সে দিকে জেলার সকল চিকিৎসক ও স্বাস্থ্য কর্মকর্তাদের নিরলসভাবে কাজ করতে হবে। কোনো ভাবেই যেন এর ব্যত্যয় না ঘটে সে ব্যাপারে সবাইকে সতর্ক করেন প্রতিমন্ত্রী।

ঢাকাটাইমস/২৬জানুয়ারি/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘জাতীয় সংস্কারক’ উপাধি পেতে ইচ্ছুক নন ড. ইউনূস: প্রেস উইং
এসএসসিতে আফরিন কবির জিদনীর কৃতিত্ব
রূপগঞ্জকে শান্তির মডেল গড়তে ঐক্যের ডাক দিলেন সেলিম প্রধান, ১৮ জুলাই রোডমার্চ
৪৩ হাজার পৃষ্ঠার নথিতেও এনসিপি টেকেনি ইসির প্রাথমিক বাছাইয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা