ডাকসুর কোষাধ্যক্ষ হলেন শিবলী রুবাইয়াতুল ইসলাম

ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামকে ডাকসুর কোষাধ্যক্ষ হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর গঠনতন্ত্রের ৬(১) অনুচ্ছেদ অনুযায়ী উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তাকে (অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম) এই মনোনয়ন প্রদান করেছেন।’
প্রায় ২৮ বছর পর গত ১১ মার্চ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন নিয়ে নানা প্রশ্ন এবং পুনর্নির্বাচন দাবিতে আন্দোলন চললেও এর মধ্যেই আগামী শনিবার নির্বাচিতদের প্রথম সভা ডেকেছেন ডাকসুর সভাপতি ও উপাচার্য আখতারুজ্জামান।
(ঢাকাটাইমস/১৯মার্চ/জেবি)

মন্তব্য করুন