না.গঞ্জে শিশু ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ এপ্রিল ২০১৯, ১৭:০৭
অ- অ+

নারায়ণগঞ্জে শিশু (১০) ধর্ষণের দায়ে ফাইজুর রহমান নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন আদালতের বিচারক সোহাম্মদ শাহীন উদ্দীন।

আসামি ফাইজুর রহমান নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভাওয়ালিয়াপাড়া এলাকার বাসিন্দা।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২২ মে সন্ধ্যায় পূর্ব পরিচয়ের সূত্রে ভাওয়ালিয়াপাড়া এলাকার এক ব্যক্তির বাড়িতে এসে টিভি দেখেন ফাইজুর রহমান সুমন। ওই দিন সন্ধ্যায় তার ১০ বছরের শিশু মেয়েকে ধর্ষণ করেন। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলায় বাদীর পক্ষে আট জন সাক্ষ্য দিয়েছেন এবং আসামি পক্ষে সাফাই সাক্ষ্য দিয়েছেন তিনজন। সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক শেষে মঙ্গলবার আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদ- ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।

আসামি পক্ষের আইনজীবী ছিলেন আব্দুর রশিদ ভূঁইয়া। রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন রাকিব উদ্দীন রকিব।

ঢাকাটাইমস/২৩এপ্রিল/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৫ অতিরিক্ত ডিআইজিসহ ১৬ পুলিশ কর্মকর্তাকে বদলি
ফরিদা পারভীনের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা মির্জা ফখরুলের 
ফুটবলার ঋতুপর্ণার ক্যান্সার আক্রান্ত মায়ের পাশে তারেক রহমান
ত্রিপুরায় রেড অ্যালার্ট, কুমিল্লায় আতঙ্কে বাড়ি ছাড়ছে গোমতীপারের মানুষ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা