নারায়ণগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ মাদক কারবারি নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  প্রকাশিত : ১৬ জুলাই ২০১৯, ০৮:৪৩| আপডেট : ১৬ জুলাই ২০১৯, ০৮:৪৮
অ- অ+

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে অবস্থিত ফতুল্লার চাঁনমারী এলাকায় ডিবি পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বিল্পব নামে এক ‘মাদক কারবারি’ নিহত হয়েছেন। সোমবার দিনগত রাত আড়াইটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের মাইক্রোবাস স্ট্যান্ডের পাশে এ ঘটনা ঘটে।

বন্দুকযুদ্ধের ঘটনায় ডিবির এসআই ওসমান, এএসআই সোহেলসহ দুই কনস্টেবল আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি ওয়ান শ্যুটারগান।

নিহত বিল্পব চাঁনমারী বস্তির সুলতান মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ১৪টি মাদক মামলা রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

ডিবি পুলিশের কর্মকর্তা জানান, বিপ্লব শীর্ষ মাদক কারবারিদের তালিকাভুক্ত। তার নামে শুধু ফতুল্লাতেই মাদকের ১৪টি মামলা রয়েছে। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তারে লিংক রোডের পাশে মাইক্রোবাস স্ট্যান্ড এলাকায় গেলে সে ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি চালালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে একটি ওয়ান শ্যুটারগানসহ বিল্পবের লাশ পড়ে থাকতে দেখা যায়।

ঢাকাটাইমস/১৬ জুলাই/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জরুরি অবস্থা ঘোষণায় লাগবে মন্ত্রিসভার অনুমোদন, সিদ্ধান্তে একমত রাজনৈতিক দলগুলো
শিল্প খাতের মহানায়ক, সাহসী উদ্যোক্তা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালন
সংস্কার করে তারপরেই নির্বাচন দিতে হবে: নাহিদ ইসলাম
বনানীতে সড়ক অবরোধ সিএনজি অটোরিকশা চালকদের, তীব্র যানজটে দুর্ভোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা