রোহিতের সামনে গেইলকে টপকানোর সুযোগ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ আগস্ট ২০১৯, ১২:২৭
অ- অ+

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আজ তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে ভারত। এই ম্যাচে ভারতের রোহিত শর্মার সামনে একটি নয়া রেকর্ডের হাতছানি। আর চারটি ছক্কা হাঁকাতে পারলেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের রেকর্ড ভাঙবেন তিনি। গেইলকে টপকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক ছক্কার রেকর্ডের মালিক হবেন রোহিত।

এখন পর্যন্ত ৯৪টি টি-টোয়েন্টি ম্যাচে রোহিতের ছক্কার সংখ্যা ১০২। এই তালিকায় সবার উপরে রয়েছেন জ্যামাইকার বিগ হিটার। ৫৮ ম্যাচে তাঁর মোট ওভারবাউন্ডারি ১০৫টি। গেইলের পরেই রয়েছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল (৭৬ ম্যাচে ১০৩টি ছক্কা)।

রোহিত শনিবারের ম্যাচে খেললেও গেইল খেলার সুযোগ পাবেন না। কারণ, তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলে নেই গেইল। তবে এরপর একদিনের সিরিজে ক্যারিবিয়ান দলে দেখা যাবে বাঁ-হাতি ওপেনারকে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক রান সংগ্রহের রেকর্ড ইতিমধ্যেই রয়েছে রোহিতের। চারটি সেঞ্চুরি, ১৬টি হাফ সেঞ্চুরি সহ ৩২.৩৭ গড়ে টি-টোয়েন্টিতে পর্যন্ত তাঁর মোট রান ২৩৩১।

(ঢাকাটাইমস/৩ আগস্ট/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো আ.লীগের ‘নৌকা প্রতীক’ 
দুদকের নতুন সচিব খালেদ রহীম
গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ
সিলেবাস সংস্কারে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফের সমঝোতা চুক্তি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা