সাকিবকে পেতে সর্বোচ্চ চেষ্টা করবে রংপুর

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ আগস্ট ২০১৯, ২০:৫৩
অ- অ+

সম্প্রতি সাকিব আল হাসানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে বিপিএল ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। কিন্তু এরপরই শুরু হয় বিতর্ক। বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়ে দেয়, ফ্র্যাঞ্চাইজির চুক্তি নবায়ন না হওয়া পর্যন্ত খেলোয়াড়ের সঙ্গে চুক্তি বৈধ নয়। তাই সাকিব যে, বিপিএলের আগামী আসরে রংপুরের হয়ে খেলবেন সেটা নিশ্চিত নয়। তবে, রংপুর সাকিবকে দলে পেতে সর্বোচ্চ চেষ্টা করবে।

মঙ্গলবার মিরপুরে বিপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে বৈঠক ছিল রংপুর ফ্র্যাঞ্চাইজির। বৈঠকের পর রংপুর ফ্র্যাঞ্চাইজির প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক বলেছেন, ‘সাকিবের ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারছি না। তবে, আমরা প্রস্তাব রাখব। বোর্ড থেকে বলা হয়েছে, দুজন বিদেশি খেলোয়াড়ের সঙ্গে সরাসরি চুক্তি করা যাবে। তাহলে একজন দেশি ক্রিকেটারের সঙ্গে কেন চুক্তি নয়? যেহেতু আমরা সাকিবের সঙ্গে চুক্তি করেছি সেহেতু স্বাভাবিকভাবেই আমরা তাকে পেতে চাইব। তাকে দলে পেতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।’

মাঝে শোনা গিয়েছিল রংপুর যদি সাকিবকে না পায় তাহলে তারা বিপিএলে অংশ নাও নিতে পারে। কিন্তু মঙ্গলবার সেই ধোঁয়াশা দূর করেছে রংপুর ফ্র্যাঞ্চাইজি। দলটির প্রধান নির্বাহী বলেছেন, ‘আমাদের চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। তারা জানতে চেয়েছিল, আমরা পরবর্তী চার বছরের জন্য রাজি কি না? অবশ্যই রংপুর রাইডার্স হিসাবে বসুন্ধরা গ্রুপ বিপিএলে থাকতে চায়।’

(ঢাকাটাইমস/২০ আগস্ট/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা