সুস্থ হয়ে ফের ডেঙ্গু, প্রাণ গেল যুবকের

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৩৪
অ- অ+

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পর ফের ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন এক যুবক। মৃত আব্দুল ওয়াদুদ যশোরের চৌগাছা উপজেলার বাগারদাড়ি গ্রামের মৃত সদর আরীর ছেলে। শনিবার সকালে তিনি মারা যান।

নিহতের ভাই ইমদাদুল হক জানান, অতিরিক্ত জ¦রের কারণে আব্দুল ওয়াদুদকে গত ২৪ আগস্ট চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এসময় পরীক্ষায় তার রক্তের প্লাটিলেট ২৬ হাজারে নেমে আসায় তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর তাকে ঢাকায় স্থানান্তর করেন চিকিৎসকরা। এসময় তাকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৩/৪ দন চিকিৎসার পর তাকে রিলিজ দেয়া হয়।

বাড়িতে আসার পর আবার প্রচণ্ড জ¦র হয়। তখন আব্দুল ওয়াদুদকে যশোর কুইন্স হাসপাতালে নিয়ে গেলে তাকে ঢাকায় নেয়ার পরামর্শ দেয়া হয়।

২ সেপ্টেম্বর আব্দুল ওয়াদুদকে ঢাকার আয়েশা মেমোরিয়াল হাসপাতাল ভর্তি করা হয়।

শুক্রবার সন্ধ্যার পর চিকিৎসকরা জানান, রোগীর অবস্থা ভাল নয়। তাকে বাড়িতে নিয়ে যান। সেখান থেকে আব্দুল ওয়াদুদকে নিয়ে গভীর রাতে বাড়িতে নিয়ে আসলে শনিবার সকালে তার মৃত্যু হয়।

স্বরূপদাহ ইউপি চেয়ারম্যান শেখ আনোয়ার হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/৭সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা