বাসচাপায় প্রাণ গেল তিন বাইক আরোহীর

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৪:১২
অ- অ+
ফাইল ছবি

কুমিল্লার সদর দক্ষিণে শ্যামলী পরিবহনের একটি বাসের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রবিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর এলাকার সানন্দা গ্রামের বাসিন্দা মো. সাদেক হোসেনের ছেলে কাজল, একই এলাকার লালমতি গ্রামের হুমায়ুন কবিরের ছেলে স্বজল এবং একই গ্রামের শাহীন। শাহীনের বাবার নাম জানা যায়নি।

কুমিল্লা সদর দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর জানান, তিনজন বাইকযোগে উপজেলার পদুয়াবাজার যাচ্ছিলেন। উত্তর রামপুর পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে আসার পর হাইওয়ের পাশে অবস্থিত হোটেল নূর জাহান থেকে রং সাইডে দিয়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাস ইউটার্ন নিতে গিয়ে বাইকটিকে চাপা দেয়। এতে বাইকে থাকা তিনজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

তিনজনের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ দুর্ঘটনাকবলিত বাস এবং মোটরসাইকেল উদ্ধার করেছে।

ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা