বাসচাপায় চালকসহ সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৫১| আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৫৪
অ- অ+

শেরপুরের নকলা উপজেলায় বাসচাপায় চালকসহ সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। রবিবার রাতে ঢাকা-শেরপুর মহাসড়কের উপজেলার চিথলিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিএনজি অটোরিকশাচালক বিল্লাল হোসেন ও যাত্রী হাবিবুর রহমান। নিহত আরেক যাত্রীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুরগামী বাস ও নকলাগামী একটি সিএনজিচালিত অটোরিকশা ঢাকা-শেরপুর মহাসড়কের নকলার চিথলিয়ায় পৌঁছালে ওই দুই গাড়ির সংঘর্ষ হয়। এ সময় চালকসহ অটোরিকশার সব যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক চালক বিল্লাল হোসেনকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত চার যাত্রীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে হাবিবুর রহমান ও অজ্ঞাত পরিচয় আরো এক যাত্রী মারা যান। এ দুর্ঘটনায় আহতরা হলেন মেহেদী হাসান, জুয়েল মিয়া ও হালিমা বেগম। তারা প্রত্যেকেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Blending the Education with Nature
বর্ষায় রোগভোগ কাবু করে ফেলে শরীরকে, সুস্থ থাকতে যা খাবেন এবং যা খাবেন না
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ আজ, ফল জানবেন যেভাবে
দাম্পত্য কলহের জেরে যমজ ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা করেন মা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা