ঝিনাইদহে বরখাস্ত কারারক্ষী ইয়াবাসহ আটক

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৪৯
অ- অ+

ঝিনাইদহ সদর উপজেলার লাউদিয়া এলাকা থেকে মেহেরপুর জেলা কারাগারের সাময়িক বরখাস্ত কারারক্ষী হুসাইন করিবকে ইয়াবাসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার সকালে তাকে আটক করা হয়। আটক হুসাইন কবির চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নিধিকুন্ডু গ্রামের বাসিন্দা।

ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদে তারা জানতে পারেন সদর উপজেলার লাউদিয়া এলাকা দিয়ে ইয়াবা পাচার হচ্ছে। এমন সংবাদে একটি দল অভিযান চালায়। এসময় হুসাইনকে ১৫০টি ইয়াবাসহ আটক করা হয়। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।

এ ব্যাপারে মেহেরপুরের জেলার শরিফুল আলম বলেন, পারিবারিক একটি কারণে তিনি ঝিনাইদহ জেলা কারাগার থেকে সাময়িক বরখাস্ত হয়ে মেহেরপুর জেলা কারাগারে সংযুক্ত আছেন।

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা