র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবলীগ নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ অক্টোবর ২০১৯, ০৮:৫৪
অ- অ+

চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে স্থানীয় এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। তার নাম খুরশীদ আহম্মেদ। যিনি হত্যাসহ আটটি মামলার আসামি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

রবিবার দিবাগত রাতে ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত খুরশীদ পাঠানটুলী ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি ছিলেন বলে স্থানীয়রা জানায়।

র‌্যাব-৭ এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার সাফায়াত জামিল ফাহিম জানান, রাত নয়টার দিকে আগ্রাবাদ কমার্স কলেজ এলাকা থেকে একটি বিদেশি পিস্তলসহ খুরশীদকে আটক করা হয়। ওই সময় আস্তানায় আরও অস্ত্র থাকার তথ্য দেন তিনি।

সেই তথ্যের ভিত্তিতে আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সংলগ্ন এলাকায় তার আস্তানায় অভিযানে গেলে খুরশীদের লোকজন র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও গুলি চালায়।

গোলাগুলি শেষে খুরশীদের লাশ উদ্ধার করা হয় বলে জানান তিনি। ঘটনাস্থল থেকে ‍দুটি পিস্তল, ১২ রাউন্ড গুলি ও দেশে তৈরি একটি এলজি উদ্ধারের কথাও তিনি জানান।

খুরশীদের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে অন্তত আটটি মামলা আছে বলে জানিয়েছে র‌্যাব।

ঢাকাটাইমস/১৪অক্টোবর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্বের ৪০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৫৭তম উত্তরা ইউনিভার্সিটি
লঙ্কানদের মাটিতে ইতিহাস গড়া জয় টাইগারদের
গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ও ছবি ছড়াচ্ছে আ.লীগ: প্রেস উইং
গোপালগঞ্জে কড়াকড়ি কারফিউ চলছে, আজ সন্ধ্যা পর্যন্ত বলবৎ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা