কুড়িগ্রামে মানুষের কাটা পা উদ্ধার

কুড়িগ্রাম জেলা সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পশ্চিম কল্যাণ এলাকায় মোস্তাফিজুর রহমানের পুকুর পাড় হতে মানুষের কাটা বাম পায়ের পুরো অংশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে একটি ছোট শিশু পলিথিনে মোড়ানো মানুষের কাটা পা দেখতে পেয়ে সবাইকে জানালে লোকজন বিষয়টি দেখে পুলিশকে অবগত করে। পরে পুলিশ এসে কাটা পা উদ্ধার করে। তবে দেহের বাকি অংশ এখনো কোথাও পাওয়া যায়নি বলে জানা গেছে।
সদর থানার ওসি মাহফুজার রহমান জানান, একটি কাটা পা পাওয়া গেছে। দেহের বাকি অংশ না পাওয়া পর্যন্ত মৃত ব্যক্তি শনাক্ত করা সম্ভব নয়। এখন পর্যন্ত মৃতদেহের আর কোন অংশ পাওয়া যায়নি।
(ঢাকাটাইমস/২১অক্টোবর/এলএ)

মন্তব্য করুন