নতুন আইবিসিসিআই বোর্ড

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৭ নভেম্বর ২০১৯, ২১:৫৬
অ- অ+

২০১৯-২০২১ মেয়াদের জন্য ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) ২৪ সদস্যের পরিচালনা পর্ষদের নির্বাচন সম্প্রতি সম্পন্ন হয়েছে। নিটল মোটরস লিমিটেডের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমদ পুনঃরায় সভাপতি নির্বাচিত হয়েছেন।

এইচএসটিসি লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার এম শোয়েব চৌধুরী এবং ইন্দোফিল বাংলাদেশ ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের কান্ট্রি ম্যানেজার অভিষেক দাস সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের (এলআইসি) বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা অরূপ দাশগুপ্তা; কোয়ালিটি এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক আবদুল ওয়াহেদ; বাংলাদেশ সিস্টেম টেকনোলজি লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সুলতান আহমেদ যথাক্রমে অনারারি সেক্রেটারি জেনারেল, অনারারি যুগ্ম মহাসচিব এবং অনারারি কোষাধ্যক্ষ নির্বাচিত হন।

নবনির্বাচিত পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা হলেন- ফতুল্লা ইস্পাত রি-রোলিং মিলসের মোহাম্মদ আলী; সিইআট একে খান লিমিটেডের ভেনুগোপাল নাম্বিকেরিল চেল্লাপ্পান পিল্লাই; বিআর স্পিনিং মিলস লিমিটেডের বজলুর রহমান; এমএকেএস এ্যাটায়াস ফারখুন্দা জাবীন খান; কনফারেন্স অ্যান্ড এক্সবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সিইএমএস) লিমিটেডের মেহেরুন নেছা ইসলাম; মেরিকো বাংলাদেশ লিমিটেডের আশীষ গৌপাল; এশিয়ান কনজিউমার কেয়ার (প্রাঃ) লিমিটেডের ব্রজেশ কুমার; স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ড. প্রকাশ চাঁদ সাবু; টাটা মোটরস লিমিটেডের মধু পি সিং; মোহাম্মদ এন্টারপ্রাইজের মোহাম্মদ আলী; শারোথি এন্টারপ্রাইজের মতিয়ার রহমান; ডন ট্রেডিং ইন্টারন্যাশনালের এরশাদ হুসেন রানা; ব্রিক ওয়ার্কস ডেভলপমেন্ট লিমিটেডের লিয়াকত আলী ভূঁইয়া; এশিয়ান পেইন্টস লিমিটেডর রিতেশ দোশি; রহমান শিপিং লাইনসের মশিউর রহমান; মাহিন্দ্রা ও মাহিন্দ্রা লিমিটেডের রবিন কুমার দাস; দ্য হিমালয় ড্রাগ লিমিটেডের সিদ্ধার্থ পি রায়; ইমামি বাংলাদেশ লিমিটেডের আঞ্জেশ কুমার সোম।

নির্বাচনী প্রক্রিয়া ১৭ নভেম্বর সম্পন্ন হয়।

(ঢাকাটাইমস/১৭নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শহীদ জিয়ার মাজার এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর পরিচ্ছন্নতা অভিযান
নির্বাচনে নৌকা প্রতীক থাকবে না: রাশেদ প্রধান
২২৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে খেলাফত মজলিস 
মিটফোর্ডে মাথা থ্যাঁতলে হত্যা: তিন আসামির দায় স্বীকার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা